ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্দরের জন্য চীন থেকে এসেছে ৩টি আরটিজি ক্রেন

প্রকাশিত: ০৪:১৬, ১৭ জুলাই ২০১৭

বন্দরের জন্য চীন থেকে এসেছে ৩টি আরটিজি ক্রেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে চীন থেকে আনা হচ্ছে ১১টি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি) ক্রেন । রবিবারই এসে পৌঁছেছে তিনটি আরটিজি। এগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে এসে পৌঁছবে বাকি ৮টি। বন্দর সূত্রে জানা যায়, নিউমুরিং কন্টেনার টার্মিনালের (এনসিটি) জন্য ৬ ধরনের ৬১টি যন্ত্রপাতি কেনার পরিকল্পনা নিয়েছিল কর্তৃপক্ষ। ২০১২ সালে তৈরি করা এ প্রস্তাবনা অনুযায়ী যন্ত্রপাতিগুলো সরবরাহ করতে ব্যয় হবে ১ হাজার ১২০ কোটি টাকা। প্রথম ধাপে ১৯টি আরটিজি ক্রেন সংগ্রহের সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ। এরমধ্যে মন্ত্রণালয় থেকে ১১টি কেনার অনুমতি মেলে। সে অনুযায়ী চীন থেকে এসেছে প্রথম চালানে ৩টি আরটিজি ক্রেন। রবিবার এনসিটির ৫ নম্বর জেটিতে ভিড়ে ক্রেনবাহী জাহাজটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (এ্যাডমিন এ্যান্ড মেরিন) জাফর আলম জানান, ক্রেন তিনটি আসার পরই এর খালাস কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি ৮টি ক্রেনও এসে পড়বে। বন্দরের পণ্য হ্যান্ডলিং ক্ষমতা বাড়াতে যন্ত্রপাতিগুলো সংগ্রহ করা হচ্ছে বলে জানান শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল এ কর্মকর্তা। প্রসঙ্গত, এনসিটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার পর বছরের পর বছর অতিক্রান্ত হলেও পূর্ণ সক্ষমতা দিয়ে টার্মিনালটি চালু করা এখনও সম্ভব হয়নি। যে পরিমাণ যন্ত্রপাতির প্রয়োজন তা এখনও সংযোজিত হয়নি। অথচ, এনসিটি চালু হলে বন্দরের সক্ষমতা প্রায় দ্বিগুণে উন্নীত হওয়ার কথা। ২০১২ সালের পরিকল্পনা অনুযায়ী এনসিটির জন্য সংগ্রহ করা হবে ১০টি কী গ্যান্ট্রি ক্রেন, ১২টি আরটিজি, ১টি রেল মাউন্টেড গ্যান্ট্রি ক্রেন (আরএনজি), ১০টি স্টাডল ক্যারিয়ার, ৭ টন ক্ষমতাসম্পন্ন ১০টি রিচ স্টেকার এবং ১০টি কন্টেনার মুভার।
×