ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইসরাইলী সৈন্যের গুলিতে ফিলিস্তিনী বন্দুকধারী নিহত

প্রকাশিত: ০৪:১১, ১৭ জুলাই ২০১৭

ইসরাইলী সৈন্যের গুলিতে ফিলিস্তিনী বন্দুকধারী নিহত

জেরুজালেমের পশ্চিম তীরের নাবি সালাহ শহরে রবিবার ভোরে এক গ্রেফতার অভিযানের সময় ইসরাইলী সেনা ও পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনী। খবর এএফপি। নিহতের নাম আমর হালিল, বয়স ৩৪, তিনি নাবি সালাহ এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে ইসরাইলী পুলিশ। পরে এক বিবৃতিতে ইসরাইল সেনাবাহিনী দাবি করে, অভিযানকালে আমর হালিল হঠাৎ গুলি করতে উদ্যত হয়। এ সময় নিরাপত্তার খাতিরে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে হালিলের মৃত্যু হয়। ঐ অভিযানে সামান্য আহত অবস্থায় আটক হয়েছেন আরও এক ফিলিস্তিনী। গত শনিবার জেরুজালেমের পশ্চিম তীরে দুইটি হামলার ঘটনায় নিহত ফিলিস্তিনী দায়ী বলে সন্দেহ করছে ইসরাইলী পুলিশ। ২০১৫ সালের অক্টোবর থেকে অধিকৃত এলাকায় নতুন করে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত ২৮২ জন ফিলিস্তিনী, ৪৪ ইসরাইলী, ২ জন জর্দানী, ১ জন ব্রিটিশ, ১ জন সুদানি ও ১ জন ইরিত্রীয় নিহত হয়েছেন। গত কয়েকমাসে এ এলাকায় সহিংসতার মাত্রা আগের চেয়ে কমে এসেছে। অসময়ে ভারি তুষারপাত চিলির রাজধানী সান্তিয়াগোতে অসময়ে ভারি তুষারপাতে জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে এসেছে। প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও দেখা দিচ্ছে তীব্র যানজট। বেশ কিছু পূর্বনির্ধারিত খেলার সূচীও স্থগিত করা হয়েছে। তবে এ তুষারপাত সবার জন্য খারাপ সংবাদ নয়। বাড়ির বাইরে এসে হাজারো শিশু বরফ নিয়ে বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠেছে। -বিবিসি সাগরে নিমজ্জিত বনের সন্ধান প্রকৃতি বিজ্ঞানীরা সাগরের পানিতে নিমজ্জিত কয়েক হাজার বছরের পুরনো একটি বিখ্যাত বন আবিষ্কার করেছেন। যুক্তরাষ্ট্রের নরফল্ক উপকূলের অদূরে এ বনের অবস্থান। বনের ধারণকৃত ফুটেজ দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি ১০ হাজার বছরেরও পুরনো। এক সময় এখানে প্রচুর শিকারির সমাগম হতো। ডন ওয়াটসন ও রব স্প্রে নামের দুই প্রকৃতি বিজ্ঞানী সমুদ্রের প্রাণীদের নিয়ে গবেষণা করতে যেয়ে এ বনের খোঁজ পান। -এএফপি
×