ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে রোমানিয়া

প্রকাশিত: ০৪:১১, ১৭ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে রোমানিয়া

রোমানিয়া দাবি করেছে, নিজ দেশের প্রতিরক্ষার স্বার্থে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাতটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চাচ্ছে তারা। রাশিয়াকে চটানোর জন্য এসব ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে না বলেও দাবি করেছে দেশটি। খবর ওয়েবসাইটের। প্রেসিডেন্ট ক্লস আইয়োহাননিস বলেন, রোমানিয়া কোন দেশকে হামলার জন্য প্রস্তুত হচ্ছে না। তিনি আরও বলেন, আধুনিক এবং কার্যকর ব্যবস্থার সুফল নিতে চাইছে রোমানিয়ার সেনাবাহিনী। তিনি জানান, এর অর্থ হলো রোমানিয়াবাসীদের জন্য প্রতিরক্ষা এবং নিরাপত্তার নিশ্চয়তা দেয়া। চলতি মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্র দফতর ঘোষণা করেছে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার কাছে ৩৯০ কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থার সম্ভাব্য বিক্রয় অনুমোদন করা হয়েছে। অবশ্য রোমানিয়া এখনও একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। ইকুয়েডরে বাস দুর্ঘটনায় নিহত ১৪ ইকুয়েডরের মধ্যাঞ্চলের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এতে আগুন ধরে যায়। এতে ১৪ জন নিহত ও অপর ৩০ জন গুরুতর আহত হয়েছে। রবিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ইকু ৯১১ জরুরী বিভাগ প্রকাশিত এক ভিডিওতে পুলিশের কর্নেল ক্রিস্টিয়ান ব্যারেইরো বলেন, স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় রাজধানী কুইটো ও লা মানার এ্যান্ডেন সিটির মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির ন্যাশনাল ট্রানজিট এজেন্সির প্রধান পরিচালক পাবলো ক্যারে গাড়ির কোম্পানির লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বাসটিকে কোম্পানির পক্ষ থেকে যথাযথভাবে পরীক্ষা করা হয়নি।
×