ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে রাজনীতিবিদের বিয়েতে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

প্রকাশিত: ০৪:১০, ১৭ জুলাই ২০১৭

ব্রাজিলে রাজনীতিবিদের বিয়েতে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ব্রাজিলের এক রাজনীতিবিদ তার বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করার জন্য বামপন্থী বিক্ষোভকারীদের অভিযুক্ত করেছেন। প্রেসিডেন্ট মিচেল তেমারের প্রতি এ রাজনীতিবিদের পরিবারে সমর্থন থাকায় বামপন্থীরা এ বিক্ষোভ জানায়। খবর বিবিসি অনলাইনের। ম্যারিয়া ভিকেটারিয়া ব্যারোস (২৫) পারানা রাজ্যের আইন সভার একজন সদস্য এবং তেমারের স্বাস্থ্যমন্ত্রীর মেয়ে। যে গির্জায় শুক্রবার বিকেলে ব্যারোসের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল তার বাইরে কয়েক শ’ বিক্ষোভকারী সমবেত হয়ে অতিথিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। ব্যারোস তখন একটি সাঁজোয়া যানে করে গির্জা ত্যাগ করেন। তার এ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন তার বাবা রিকার্ডো ব্যারেস ও তার মা পারানার ডেপুটি গবর্নর সিডা বোর গেট্রিসহ রাজ্যের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা। ব্রাজিলীয় কংগ্রেসের কমপক্ষে ৩০ জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। বিক্ষোভকারীরা প্রাদেশিক রাজধানী কুরিতিবায় গির্জার বাইরে সরকার বিরোধী সেøাগান সংবলিত পোস্টার বহন করে এবং ব্যারোসের বিরুদ্ধে সেøাগান দেয়। বিক্ষোভকারীরা তাকে অভ্যুত্থান ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করে। ইউটিউবে এক ফুটেজে দেখা যায়, বর ও কনে চার্চ অব দ্য রোজারি ত্যাগ করার সময় তাদের রক্ষার জন্য ছাতা মেলে ধরেছে নিরাপত্তা প্রহরীরা। বর-কনে ও অতিথিদের নিরাপত্তার জন্য দাঙ্গা পুলিশ ডাকা হয়। ব্যারোস বলেন, তার মা প্রাদেশিক গবর্নর হিসেবে সম্প্রতি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়ার সঙ্গে এ বিক্ষোভের সম্পৃক্ততা রয়েছে। কয়েকজন অতিথির ওপর এ হামলায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তিনি বলেছেন, এটা গণতন্ত্রের মূল্য। তেমারের পূর্বসূরী দিলতা দিলমা রুসেফ গত বছর অনাস্থায় পদচ্যুত হওয়ার পর থেকে ব্রাজিলীয় রাজনীতি যে কতটা বিভক্ত ও তিক্ততাপূর্ণ হয়ে ওঠেছে ব্যারোসের বিয়ের অনুষ্ঠানের ঘটনা তারই একটি উদাহরণ। চীনে অগ্নিকা-ে ২২ জনের মৃত্যু চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি দোতলা বাড়িতে রবিবার সকালে আগুন লেগে অন্তত ২২ জন মারা গেছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। স্থানীয় সময় ভোর ৪টা ৩২ মিনিটে আবাসিক ওই ভবনটিতে আগুন লাগে। খবর সিনহুয়া অনলাইনের। সাংহাইয়ের উত্তর-পশ্চিম দিকের চাংশু নগরীর ইয়ুশান শহরের দোতলা বাড়িতে কত লোক বাস করত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। দমকলকর্মীরা জানান, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
×