ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে গৃহবধুসহ তিনজনের আত্মহত্যা, ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৪, ১৬ জুলাই ২০১৭

রাজধানীতে গৃহবধুসহ তিনজনের আত্মহত্যা, ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে এক গৃহবধূসহ তিনজন আত্মহত্যা করেছে। এদিকে তেজগাঁওয়ে চোরাই মাইক্রোবাস ও নগদ সোয়া ৫ লাখ টাকাসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর লালবাগের নিউ পল্টনে নীলা আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহতের স্বামী আশিকুর রহমান জানান, নিউ পল্টন লাইনের ৭৭ নম্বর ভবনের সপ্তম তলায় স্ত্রী নীলা ও দুই সন্তানকে নিয়ে বসবাস করেন। তিনি জানান, শনিবার সকালে স্ত্রী নীলা সকলের অগোচরে কীটনাশক পান করেন। এতে তার মৃত্যু যন্ত্রণার গোঙানির শব্দ পেয়ে তাকে তড়িঘড়ি করে উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। তবে তিনি কি কারণে বিষপানে আত্মহত্যা করেছেন তা নিহতের স্বামী আশিকুর জানাতে পারেননি। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে নীলা আক্তার ঘরে রাখা কীটনাশক পান করে। পরে অচেতন অবস্থায় তার স্বামী আশিকুর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। নীলার মৃত্যুর ঘটনা যথেষ্ট সন্দেহ থাকায় ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে শুক্রবার মধ্যরাতে রাজধানীর বাড্ডা ও দক্ষিণখান এলাকায় ফয়সাল (২০) ও রনি (২০) নামে দুই যুবক আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে ঢামেক মর্গে তাদের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছিনতাইকারী গ্রেফতার ॥ রাজধানীর তেজগাঁওয়ে চোরাই মাইক্রোবাসসহ চৌধুরী আফজাল হোসেন (৬৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা ৫ লাখ ১৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃত আফজালকে তিনদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
×