ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস

প্রকাশিত: ০৬:৩১, ১৬ জুলাই ২০১৭

বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস

দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্র্থীদের শুরু হয়েছে ক্যাম্পাসে ফেরা। ইতোমধ্যে মেয়েদের আবাসিক হল এবং ছেলেদের দুটি আবাসিক হলে শিক্ষার্র্থীদের আগমন বেশ লক্ষ্যণীয়। শিক্ষার্র্থীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাস। বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ আড্ডার চিরচেনা স্থানগুলো শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসকে করে তুলেছে প্রাণোচ্ছল। একই সঙ্গে প্রশাসনিক ভবনেও বেড়েছে কর্মব্যস্ততা। ১২ দিনের ছুটি শেষে গত ২ জুলাই (রোববার) থেকে খুলেছে বিশ^াবিদ্যালয় ক্যাম্পাস কিন্তু সব বিভাগে ক্লাস-পরীক্ষা পুরোদমে শুরু হয়নি। বিশ^বিদ্যালয় খোলার দুই-তিন দিন পরে আবার আগের মতো সৌন্দর্য ও প্রাণ ফিরে পেয়েছে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস। ক্যাফেটেরিয়ার সামনে, শহীদ মিনারে, কৃষ্ণচূড়া রোডে, কেন্দীয় লাইব্রেরির পাশে, প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জমে উঠেছে চিরচেনা আড্ডার স্থানগুলোও। তাছাড়াও কেন্দ্রীয় লাইব্রেরির পাশে ও প্রশাসনিক ভবনের পাশে শিক্ষার্থীদের গ্রুপ স্টাডিজের দৃশ্যও চোখে পড়ে। প্রায় সবখানেই চলছে ঈদে কাটানো মজার মজার সময়গুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করার ধুম। সব মিলিয়ে গান, গল্প, হাসি আর আড্ডায় মেতে উঠেছে বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাস। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্র্থী আদিব হাসান বলেন, পরিবারের সঙ্গে ঈদে ছুটি কাটানোর মজাটাই ভিন্ন কারণ, একমাত্র ঈদেই সবার সঙ্গে সাক্ষাত করা সম্ভব হয়। তারপর মায়ের হাতের রান্না খাওয়া তো আর মিস করা যায় না। সব মিলে আনন্দপূর্ণ সময় পার করে আবার ফিরে এলাম প্রাণের ক্যাম্পাসে। এসে বন্ধুদের সঙ্গে আবার ফিরে যাই আগের চিরচেনা সেই স্থানগুলোতে যেখানে সবাই মিলে একত্রিত হই গল্প আর গান নিয়ে। ভুলে যাই বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝে সেই বাড়িতে কাটানো সময়গুলো। আর এভাবেই বন্ধুদের সঙ্গে পড়াশোনার পাশাপাশি হাসি আর গল্পের মধ্য দিয়ে কাটাতে চাই আগামী দিনগুলো। ‘ক্যাম্পাস বরাবরই আমার কাছে ভালো লাগে। কেননা ক্যাম্পাসে আসলেই আবার দেখতে পাই চিরচেনা সেই মুখগুলো। তবে এবার ঈদের পরে বাসা থেকে এসে অন্যরকম লাগছে। খুব ভালো লাগছে এবার ঈদ পরবর্র্তী সময়। কেননা, বেগম রোকেয়া প্রমিলা ফুটবল টুনামেন্টের কারণে বন্ধুরা এবার আগেই এসেছে ক্যাম্পাসে। সবাই তাড়াতাড়ি করে আসায় আড্ডাটাও জমে উঠেছে আগের মতই।’ ঈদের ছুটি শেষে ক্যাম্পাসের ভালোলাগাগুলো এভাবেই ব্যাক্ত করছিলেন লোক-প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী ইভান চৌধুরী। এদিকে এখন বিশ^বিদ্যালয়ে সব বিভাগে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও আগের মতোই চালু হয়েছে। বিশ^বিদ্যালয়ের পরিবহন এখন শিক্ষার্থীদের নিয়ে ছেড়ে যায় গন্তব্যস্থলে। সবকিছু মিলে ঈদের ছুটির মধ্যে শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস আবার শিক্ষার্র্থীদের পদচারণায় নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে। ছুটির সময়ের ঘুমিয়ে থাকা ক্যাম্পাস যেন পূর্বের ন্যায় আবার জেগে উঠেছে। নাড়ির টানে বাড়িতে দীর্ঘদিন অতিবাহিত করার পর ক্যাম্পাসে ফিরে প্রথমে অস্বস্তিবোধ করলেও মানিয়ে নিতে মোটেও অসুবিধা হচ্ছে না আবাসিক শিক্ষার্র্থীদের। শিক্ষার্র্থীদের ফিরে আসার মাধ্যমে আবার প্রাণবন্ত হয়ে উঠেছে সবুজে ঘেরা এই ক্যাম্পাস। শিক্ষার্র্থীরা ক্যাম্পাসে ফিরে এখন তারা আবার নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করছে। সবার জীবনে ঈদ ফিরে আসুক বারবার। ঈদ পরবর্তী জীবন যেন হয় ঈদের দিনের মতোই আনন্দময় এই প্রত্যাশা সবার। এসএম আল-আমিন
×