ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসি মিলানে বোনুচ্চির

প্রকাশিত: ০৬:০৪, ১৬ জুলাই ২০১৭

এসি মিলানে বোনুচ্চির

স্পোর্টস রিপোর্টার ॥ টানা ঘরোয়া আসরের শিরোপা ধরে রেখেছে জুভেন্টাস। ইতালিয়ান সিরি’এ লীগে জুভরা একেবারেই অপ্রতিরোধ্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এবার ইউরোপ সেরার লড়াইয়ে রানার্সআপ হয়েছে চ্যাম্পিয়ন্স লীগে। সেই জুভেন্টাস ছাড়তে হলো ইতালির ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিকে। তার এসি মিলানে যোগ দেয়াটাকে অনেকে প্রচ- ধাক্কা হিসেবে অভিহিত করেছেন। বোনুচ্চিকে নেয়ার বিষয়ে এসি মিলান থেকে জানানো হয়েছে, ‘আমরা জুভেন্টাসের সঙ্গে একটি সমঝোতায় এসেছি। আর সেটার হচ্ছে সেন্টার ব্যাক বোনুচ্চি ৫ বছরের চুক্তিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে মেডিক্যাল টেস্ট হয়নি এখনও পর্যন্ত।’ জুভেন্টাসের সঙ্গে থেকে টানা ৬ মৌসুমে সিরি’এ শিরোপা জিতেছেন বোনুচ্চি। কিন্তু ওল্ড লেডিদের আঙ্গিনা ছাড়লেন এবার ৩০ বছর বয়সী এ ডিফেন্ডার। এসি মিলান তাকে নিতে ব্যয় করেছে ৪০ মিলিয়ন ইউরো। মৌসুমে ১০ মিলিয়ন ইউরো আয় ছিল বোনুচ্চির। এটি সিরি’এতে যে কোন খেলোয়াড়ের ক্ষেত্রে রেকর্ড আয়। কিন্তু এবার ইতালিয়ান লীগে ৭ বার চ্যাম্পিয়ন হওয়া মিলান নতুন করে নিজেদের গুছিয়ে তুলতে সচেষ্ট। গত মৌসুমে তারা ষষ্ঠ অবস্থান নিয়ে শেষ করেছিল। ২০১২-১৩ মৌসুমের পর এটাই তাদের সেরা সাফল্য। তিনদিন আগেই ১৮ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইগি ডোনারুমার সঙ্গে চুক্তি করে সান সিরোতেই রেখে দিয়েছে এসি মিলান। এর ফলে ভবিষ্যতে বিশ্বের অন্যতম সেরা হয়ে ওঠার নমুনা দেখানো এ গোলরক্ষক সান সিরোতে থাকবেন ২০২১ সাল পর্যন্ত। এরপরই বোনুচ্চি আসলেন। তার সঙ্গে মূলত কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির সম্পর্কটা তেমন ভাল যাচ্ছে না। এ কারণেই তাকে চ্যাম্পিয়ন শিবির ছাড়তে হলো। আর এবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে সতীর্থদের সঙ্গে হাফটাইমের সময় বিতর্ক হয় তার। এটিকেও অনেকে জুভেন্টাস ছাড়ার কারণ হিসেবে দেখছেন। আজ শুরু দ্বিতীয় বিভাগ কাবাডি লীগ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় রবিবার থেকে কাবাডি স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ কাবাডি লীগের খেলা শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ। বিশেষ অতিথি থাকবেন অশোক কুমার বিশ্বাস (যুগ্মসচিব, জাতীয় ক্রীড়া পরিষদ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লীগ কমিটির চেয়ারম্যান ফরিদউদ্দিন (উপ-পুলিশ কমিশনার ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা)। কমিশনার গোল্ডকাপের ফাইনালে টাঙ্গাইল স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপে শনিবার টাঙ্গাইল ভেন্যুতে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাঙ্গাইল ১-০ গোলে ফরিদপুরকে হারিয়ে ফাইনালে ওঠে। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন সেলেক্স। আজ মানিকগঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ।
×