ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেকর্ড পারিশ্রমিকের রোমাঞ্চিত ফুটবলার ওয়াকার

প্রকাশিত: ০৬:০৩, ১৬ জুলাই ২০১৭

রেকর্ড পারিশ্রমিকের রোমাঞ্চিত ফুটবলার ওয়াকার

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের সেরা পুরস্কারটা পেয়ে গেছেন কাইল ওয়াকার। ইংল্যান্ডের এ রাইটব্যাক এবার টটেনহ্যাম হটস্পার ছেড়ে দিয়েছেন। বড় ধরনের ট্রান্সফার ফি-তে তিনি যোগ দিয়েছেন অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিতে। ৫৪ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে (৬১ মিলিয়ন ইউরো) ট্রান্সফার সম্পন্ন হয়েছে। এটি বিশ্বের যে কোন ডিফেন্ডারের ট্রান্সফারের ক্ষেত্রে সর্বাধিক। এ কারণে দারুণ রোমাঞ্চিত রেকর্ড পারিশ্রমিক নিশ্চিত হওয়া ওয়াকার। ২৭ বছর বয়সী ওয়াকার ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ম্যানসিটির সঙ্গে। ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এ ডিফেন্ডার সিটির সঙ্গে যুক্তরাষ্ট্রে সফরে যাবেন। সেখানেই প্রাক-মৌসুম প্রস্তুতি অনুষ্ঠিত হবে ম্যানসিটির। সোমবার ক্লাবটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে। সাপ্তাহিক ১ লাখ ৫০ হাজার পাউন্ড পারিশ্রমিক পাবেন ওয়াকার। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত সিটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। পেপ গার্ডিওলা বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন একজন কোচ। আমি অনুভব করছি যে তিনি আমার খেলাটাকে অন্য এক পর্যায়ে উন্নীত করবেন।’ ম্যানসিটির পরিচালক জিকি বেগিরিস্টেইন জানিয়েছেন তারা বেশ কিছুদিন ধরেই ওয়াকারকে পর্যবেক্ষণে রেখেছিলেন। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, ‘কাইল দারুণ একজন ফুলব্যাক। মাঠের উভয় প্রান্তে তিনি দুর্দান্ত কিছু গুণগত মান তৈরিতে পারদর্শী। টটেনহ্যামে আমরা তার উন্নতিটা অবলোকন করেছি এবং খুবই প্রভাবিত হয়েছি তার নৈপুণ্য দেখে। প্রিমিয়ার লীগে এখন তিনি অন্যতম সেরা রাইটব্যাক আর সে কারণেই ইংল্যান্ড দলের নিয়মিত সদস্য তিনি। আমি নিশ্চিত এই মৌসুমে এবং পরবর্তীতে তিনি ম্যানচেস্টার সিটির সঙ্গে থেকে অনেক সাফল্য দেখাবেন।’ ওয়াকার হটস্পারে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে শেফিল্ড ইউনাইটেড থেকে মাত্র ৯ মিলিয়ন পাউন্ডে। আর এখন তিনি প্রাথমিকভাবে ৪৫ মিলিয়ন পাউন্ড পাবেন যার সঙ্গে যোগ হবে বাৎসরিক বোনাস হিসেবে ৫ মিলিয়ন এবং ৪ মিলিয়ন আসবে এডঅনস থেকে।
×