ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলম্বো টেস্টে স্বস্তিতে নেই লঙ্কানরা

প্রকাশিত: ০৬:০৩, ১৬ জুলাই ২০১৭

কলম্বো টেস্টে স্বস্তিতে নেই লঙ্কানরা

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বোয় একমাত্র টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুইয়ের সংগ্রহ ছিল ৮ উইকটে ৩৪৪Ñ শ্রীলঙ্কার বিপক্ষে একদিনে যা তাদের সবচেয়ে বেশি রানের নতুন রেকর্ড। ক্রেইগ অরভিনের ক্যারিয়ার সেরা ১৬০ রানের সুবাদে শনিবার অলআউট হওয়ার আগে ৩৫৬ রানের ফাইটিং স্কোর গড়েছে সফরকারীরা। জবাবে খুব একটা স্বস্তিতে নেই লঙ্কানরা। দ্বিতীয়দিন শেষে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৯৩। এখনও ৬৩ রানে পিছিয়ে স্বাগতিকরা। অসেলা গুনারতেœ ২৪ ও রঙ্গনা হেরাথ ৫ রান নিয়ে ব্যাটিং করছেন। অস্বস্তির আগে বোলিংয়ে আলো ছড়িয়েছেন রঙ্গনা হেরাথ। সর্বাধিক ৫ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই স্পিনার। ক্যারিয়ারে ৮১তম টেস্টে ৩০তম বারের মতো ইনিংসে পাঁচ বা ততোধিক শিকারের মধ্য দিয়ে তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন হেরাথ। ৬৭ বার ৫ উইকেট নিয়ে সবার ওপরে গ্রেট মুত্তিয়া মুরলিধরন। ৮ উইকেটে ৩৪৪ রানের সঙ্গে দ্বিতীয়দিনে আর ১২ রান যোগ করতেই শেষ ২ উইকেট হারায় জিম্বাবুইয়ে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২৫৬ বলে ১৩ চার এক ছক্কায় ক্যারিয়ার সেরা ১৬০ রানের ইনিংসটি সাজান অরভিন। নবম উইকেটে তার সঙ্গে ৭৪ রানের মূল্যবান জুটি গড়া ডোনাল্ড তিরিপানোর ব্যাট থেকে আসে ২৭ রান। সকালে দ্রুত জিম্বাবুইয়েকে অলআউট করে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুটা অবশ্য দুর্দান্তই হয়েছিল। দিমুথ করুনারতেœ ও উপুল থারাঙ্গা উদ্বোধনী জুটিতে তুলে ফেলেছিলেন ৮৪ রান। কিন্তু এ জুটি ভাঙ্গার পরই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। বিনা উইকেটে ৮৪ থেকে দ্রুতই ১১৬/৩-এ পরিণত হয়, ৩২ রানে হারায় ৩ উইকেট। লাঞ্চের পর দিমুথ করুনারতেœকে (২৫) ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন পেসার তিরিপানো। তিনে নামা কুশল মেন্ডিসকে (১১) উইকেটকিপার রেগিস চাকাভার ক্যাচ বানিয়ে ফেরান স্পিনার ক্রেমার। দারুণ খেলতে থাকা উপুল থারাঙ্গা নন-স্ট্রাইক প্রান্ত থেকে রানআউটে কাটা পড়েন। ত্রিপানোর বল বোলার বরাবর ড্রাইভ করেছিলেন দিনেশ চান্দিমাল। বলটা বোলারের হাতে লেগে ভেঙ্গে দেয় স্ট্যাম্প। থারাঙ্গা তখন ক্রিজের বাইরে। দলের হাল ধরেন সদ্য সাবেক অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস ও এই ম্যাচে টেস্ট নেতৃত্বের অভিষেক হওয়া চান্দিমাল। চা-বিরতির আগে আর কোন উইকেট পড়তে দেননি দু’জন। ৩ উইকেটে ১৮৪ রান নিয়ে চা বিরতিতে যায় লঙ্কানরা। ফেরার পর চান্দিমাল-ম্যাথুসের ৯৬ রানের জুটি ভাঙ্গতেই আবার পথ হারায় স্বাগতিকরা। নিজের তিন ওভারের মধ্যে চান্দিমাল (৫৫) ও নিরোশান দিকওয়েলাকে (৬) ফিরিয়ে দেন ক্রেমার। আরেক স্পিনার শন উইলিয়ামসের শিকার হয়ে ফেরেন অভিজ্ঞ ম্যাথুসও (৪১)। ৩ উইকেটে ২১২ থেকে সংগ্রহ তখন ২৩৮/৬। এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের স্কোর আড়াই শ’ পার করেন দিলরুয়ান পেরেরা। কিন্তু দিনের ৩ ওভার বাকি থাকতে দিলরুয়ান (৩৩) রানআউট হয়ে গেলে অস্বস্তি নিয়েই দিন শেষ করতে হয়। জিম্বাবুইয়ের কাছে ওয়ানডেতে সিরিজ হারের লজ্জায় ডুবেছিল শ্রীলঙ্কা।
×