ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কোচ মরিনহোর দরজা খোলা

প্রকাশিত: ০৬:০২, ১৬ জুলাই ২০১৭

কোচ মরিনহোর দরজা খোলা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে নিয়োগ পান জোশে মরিনহো। তবে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম মৌসুমটা বেশ ভালই কেটেছে তার। নতুন মৌসুমে স্পেশাল ওয়ানের প্রত্যাশাটা আরও অনেক বেশি। সেই লক্ষ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড এখনও দলবদলের বাজারে দুটি বড় চুক্তির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছেন ক্লাবটির অভিজ্ঞ কোচ স্পেশাল ওয়ান। ইতোমধ্যেই এভারটন থেকে বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুকে রেকর্ড মূল্যে দলে ভিড়িয়ে দলবদলের বাজারে বেশ হইচই ফেলে দিয়েছে ইউনাইটেড। এছাড়া বেনফিকা থেকে ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফকেও দলে নিয়েছে তারা। গুঞ্জন রয়েছে শীর্ষ পর্যায়ের ডিফেন্সিভ মিডফিল্ডারদের দলে ভেড়ানোর লক্ষ্যে রেড ডেভিলসরা চেলসির নেমাঞ্জা মাটিচ ও টটেনহ্যামের এরিক ডায়ারের দিকেও নজর রাখছে। যদিও মাটিচের প্রতি ইউনাইটেডের আগ্রহ প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি মরিনহো। তিনি শুধু বলেছেন খেলোয়াড়দের ক্লাব, কোচ, মালিক সকলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সকলের সম্মিলিত আলোচনার মাধ্যমে সবকিছু হবে। প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে ইউনাইটেড। তবে এই পর্তুগীজ কোচ নিশ্চিত করেছেন আরও দু’জন খেলোয়াড়কে এবারের গ্রীষ্মকালীন দলবদলে ইউনাইটেড দলে নিবে। এ সম্পর্কে মরিনহো বলেন, ‘আমাদের দরজা এখনও বন্ধ হয়ে যায়নি। লুকাকু ও লিন্ডেলফকে নিয়েই আমরা সন্তুষ্ট নই। আমাদের আরও খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে। আমরা চারজন খেলোয়াড়ের জন্য এবারের ট্রান্সফার লক্ষ্য নির্ধারণ করেছিলাম। সে কারণে এই মুহূর্তে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।’ যদিও মরিনহো স্বীকার করেছেন দলবদলের বাজারের প্রতিযোগিতামূলক প্রকৃতিতে নির্ধারিত লক্ষ্য পূরণ দিন দিনই কঠিন হয়ে পড়ছে। তার মতে ‘সবকিছুই বেশ কঠিন হয়ে পড়ছে। সে কারণেই এখনই বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হয়।’ তবে জ¬াতান ইব্রাহিমোভিচকে পুনরায় ম্যাচেস্টার ইউনাইটেডের হয়ে যোগ্যতা প্রমাণের সুযোগ দেয়া হবে বলে নিশ্চিত করেছেন মরিনহো। যদিও সুইডিশ এই তারকা বর্তমানে হাঁটুর গুরুতর ইনজুরিতে ভুগছেন। গত মৌসুমে রেড ডেভিলদের হয়ে সবধরনের ম্যাচ থেকে ২৮ গোল আদায় করেন ৩৫ বছর বয়সী ইব্রাহিমোভিচ। মৌসুমে তিনিই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনটি অলঙ্কৃত করেছেন। কিন্তু গত এপ্রিলে ডাবল সার্কিট লিগামেন্ট ইনজুরিতে পড়ার পর ইউনাইটেডে তার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। ইনজুরির কারণেই মূলত দ্বিতীয়বারের মতো ইউনাইটেড ইব্রাকে ব্যবহারের পরিকল্পনা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। গত মাসে এই খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্রও দিয়ে দেয়া হয়েছে। তবে সুইডিশ এই তারকার পারফর্মেন্সে মুগ্ধ ইউনাইটেড তার পুনর্বাসনের জন্য নিজেদের সুযোগ সুবিধাগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে। এ প্রসঙ্গে ইউনাইটেড কোচ বলেন, ‘আগামী মৌসুমেও ইব্রার ক্লাবে ফেরার সুযোগ থাকছে। এটি সম্ভব। তারজন্য দরজা খোলা আছে।’ এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে এখন সবচেয়ে দামী স্ট্রাইকার রোমেলু লুকাকো। সম্প্রতি ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ওল্ড ট্রাফোর্ডে যাবার চুক্তিটি সম্পন্ন করেন তিনি। ইউনাইটেডের জার্সি গায়ে আজই মাঠে দেখা যেতে পারে তাকে। যুক্তরাষ্ট্র সফররত ম্যানইউ আজ স্বাগতিক লস এঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে মাঠে নামবে। গত মৌসুমে আক্রমণভাগের ব্যর্থতার কারণে বেশ সংগ্রাম করতে হয়েছে ইউনাইটেডকে। যে কারণে ২৪ বছর বয়সী লুকাকুকে দলে ভিড়িয়েছেন তারা। ইউনাইটেডে লুকাকুর কাজ কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেন, ‘সে আমাদের জন্য যেটি করবেন সেটি হচ্ছে গোল। সে এমন একজন খেলোয়াড় যাকে সবাই স্ট্রাইকার হিসেবে চেনে। আমরাও তার কাছ থেকে বহুমুখী কার্যক্রম চাই না। সুতরাং একজন স্ট্রাইকারের সাধারণ কাজটিই হচ্ছে গোল করা।’
×