ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভেনাসকে হারিয়ে চ্যাম্পিয়ন মুগুরুজা

প্রকাশিত: ০৬:০২, ১৬ জুলাই ২০১৭

ভেনাসকে হারিয়ে  চ্যাম্পিয়ন মুগুরুজা

গোলাম মোস্তফা ॥ পারলেন না ভেনাস উইলিয়ামস। আমেরিকান তারকাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম উইম্বলডন জয়ের স্বাদ পেলেন গারবিন মুগুরুজা। শনিবার শিরোপা জয়ের লড়াইয়ে স্প্যানিশ টেনিস তারকা ৭-৫ এবং ৬-০ সেটে পরাজিত করেন ভেনাস উইলিয়ামসকে। সেই সঙ্গে ক্যারিয়ারের প্রথম উইম্বলডন এবং দ্বিতীয় গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান গারবিন মুগুরুজা। দুর্দান্ত ফর্মে থাকা ভেনাস উইলিয়ামসকে হারাতে এদিন মুগুরুজা সময় নেন মাত্র ৭৭ মিনিট। ম্যাচ শেষে দারুণ রোমাঞ্চিত মুগুরুজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই বছর আগে আমি সেরেনার কাছে হেরেছিলাম। কিন্তু তখনই তিনি বলেছিলেন একদিন চ্যাম্পিয়ন হব। অবশেষে আজ শিরোপা জিতলাম আমি।’ অথচ প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই করে দুই তারকাই। কিন্তু দুর্দান্ত লড়াইয়ের পর প্রথম সেট নিজের করে নেন গারবিন মুগুরুজা। প্রথম সেটে প্রায় এক ঘণ্টা লড়াই করে স্প্যানিশ টেনিস তারকা ৭-৫ ব্যবধানে হারান ভেনাস উইলিয়ামসকে। তবে দ্বিতীয় সেটেই ভিন্ন চিত্রনাট্য! মুুগুরুজার কাছে পাত্তাই পাননি সাতটি গ্র্যান্ডসøামের মালিক। অসাধারণ পারফর্ম করে মুগুরুজা ৬-০ ব্যবধানে রীতিমতো উড়িয়েই দেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে। সেই সঙ্গে স্পেনের দ্বিতীয় প্রমীলা খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের অবিস্বরণীয় কীর্তি গড়েন মুগুরুজা। তার আগে প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের স্বাদ পেয়েছিলেন কোনচিতা মার্টিনেজ। বর্তমানে যিনি তার পরামর্শক কোচ। ১৯৯৪ সালে কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভাকে পরাজিত করে উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন মার্টিনেজ। ২০১৫ সালে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন মুগুরুজা। কিন্তু দুর্ভাগ্য তার। সেবার সেরেনা উইলিয়ামসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল এই স্প্যানিয়ার্ডের। তবে গত বছর সেরেনা উইলিয়মাসকে পরাজিত করেই ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন স্পেনের এই টেনিস তারকা। এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়। এবার সেই উইলিয়ামস পরিবারের বড় মেয়েকে হারিয়েই ক্যারিয়ারের দ্বিতীয় মেজর টুর্নামেন্টের শিরোপা নিজের শোকেসে তোলেন গারবিন মুগুরুজা। অন্যদিকে সুদীর্ঘ ক্যারিয়ারে সাতটি গ্র্যান্ডসøাম জেতা ভেনাস উইলিয়ামস পাঁচটিই জেতেন উইম্বলডনে। তাই এবারও সেন্টার কোর্টে ফেবারিট হিসেবে ধরা হয়েছিল তাকে। শুরুটাও করেছিলেন দারুণভাবে। কিন্তু শেষ পর্যন্ত তার রেকর্ড ষষ্ঠ উইম্বলডন জয়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিলেন ২৩ বছর বয়সী মুগুরুজা। অথচ ভেনাস যখন উইম্বলডনে প্রথম চ্যাম্পিয়ন হন তখন মুগুরুজার বয়স ছিল মাত্র ছয়! এবারের উইম্বলডনে খেলেননি সেরেনা উইলিয়ামস এবং মারিয়া শারাপোভা। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে চলতি মৌসুমেই আর কোর্টে দেখা যাবে না আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনাকে। অন্যদিকে চোটের কারণে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল শারাপোভা। এই দুই তারকার অনুপস্থিতির কারণে অনেকেই ধরে নিয়েছিলেন যে, এবারের উইম্বলডন হয়তো খুব জমবে না। তবে শেষ পর্যন্ত সবার ধারণাকে ভুল প্রমাণ করে দুর্দান্ত এক টুর্নামেন্ট উপহার দিল টেনিসপ্রেমীরা। তবে যোগ্য খেলোয়াড় হিসেবেই ফাইনালে জায়গা করে নেন মুুগুরুজা-ভেনাস। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলেন তারা। তবে শেষ পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ পান গারবিন মুগুরুজাই।
×