ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্মিংহামেই শেষ ফারাহর

প্রকাশিত: ০৬:০১, ১৬ জুলাই ২০১৭

বার্মিংহামেই শেষ ফারাহর

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিটিশ কিংবদন্তি দৌড়বিদ মোঃ ফারাহর সময় শেষ হয়ে আসছে। আগেই ঘোষণা দিয়েছেন এবার লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপসের পরই ট্র্যাক এ্যান্ড ফিল্ড থেকে অবসর নেবেন তিনি। এর বাইরে যে কোন প্রতিযোগিতা থেকে বিদায় ঘটবে তার ডায়মন্ড লীগ দিয়ে। বিশ্ব আসরের পর ২০ আগস্ট বার্মিংহামে অনুষ্ঠিত হবে ডায়মন্ড লীগ মিট। আর সেখানেই ক্যারিয়ারে শেষবারের মতো দৌড়াবেন ফারাহ। ৩৪ বছর বয়সী ফারাহ দূরপাল্লার দৌড়ে বিশ্বে সর্বকালের সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কারণ তিনি চারবার অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছেন। দুইবার করে স্বর্ণ জিতেছেন ৫০০০ ও ১০০০০ মিটারের দৌড়ে। এছাড়া বিশ্বচ্যাম্পিয়নশিপসেও ডাবল জিতেছেন এ দুই ইভেন্টে। এবার টানা তৃতীয়বারের মতো ডাবল জয়ের চ্যালেঞ্জে নামবেন তিনি। ২০১২ সালে লন্ডন অলিম্পিক স্টেডিয়ামে প্রথমবার অবিস্মরণীয় সাফল্য পেয়েছিলেন ফারাহ ডাবল জয়ের মাধ্যমে। এবার সেখানেই ৪ থেকে ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে বিশ্বচ্যাম্পিয়নশিপস। তারপরই অবসরে যাওয়ার কথা ফারাহর। দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানার মোক্ষম সুযোগটাই পেয়েছেন। তবে আরেকটু বর্ধিত হলো সেই সময়টা। কারণ ডায়মন্ড লীগ মিটের আয়োজকরা জানিয়েছেন বিশ্ব আসর শেষের এক সপ্তাহ পরে আরেকটি রেসে দৌড়াবেন ফারাহ। সেটাই হবে এ ব্রিটিশ দৌড়বিদের ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতা। তবে ফারাহর জন্য ভাল খবর হচ্ছে সেটিও ইংল্যান্ডের মাটিতেই অনুষ্ঠিত হবে। বার্মিংহামে ২০ আগস্ট ডায়মন্ড লীগ মিটের একটি প্রতিযোগিতা আছে। সেখানে শেষবারের মতো ট্র্যাক এ্যান্ড ফিল্ডে নামবেন ফারাহ। ইতোমধ্যেই ফারাহ তার শেষ প্রতিযোগিতায় নামার আগে প্রস্তুতি শুরু করেছেন। সেটাও বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছে। গত সপ্তাহেই তিনি লন্ডনে হওয়া ডায়মন্ড লীগ মিটে অংশ নিয়ে ৩০০০ মিটারে জিতেছেন। নিঃসন্দেহে এসব তাকে আরও উজ্জীবিত করে তুলছে বিশ্ব আসরের আগে। রোড রেসিং কিংবা ম্যারাথনে নামবেন এই ইভেন্ট ছাড়ার পর। সেটা ২০ আগস্টের পর থেকেই শুরু হবে পুরোপুরিভাবে। অবশ্য ইতোমধ্যেই বেশ কয়েকটি রোড রেসিং ও ম্যারাথন, হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন ফারাহ। এ বিষয়ে এ দৌড়বিদ বলেন, ‘আমি মুখিয়ে আছি আমার শেষ রেসের জন্য। বার্মিংহামে ২০ আগস্ট যে গ্রাঁ প্রিঁ অনুষ্ঠিত হবে সেটাতে অংশ নেব যার ফলে ব্রিটেনের মাটিতেই আমার সমাপ্তি ঘটবে। আমি নিশ্চিত জীবনের বাকিটা সময় ওই মুহূর্তটা মনে গেঁথে থাকবে। ব্রিটিশ লোকজনের সামনে দৌড়ে বিদায় বলার সুযোগটা আমার জন্য বিশাল ব্যাপার। আশা করছি আমি সবকিছুই পাব এদিন। গত কয়েক বছরে আমি বেশ কিছু দারুণ রেসে অংশ নিয়েছি আলেক্সান্ডার স্টেডিয়ামে। আমার শেষ রেসের ট্র্যাক হিসেবে এটা দারুণ এক ব্যাপার হয়েছে।’ কিন্তু বিশ্ব আসরের চাপটা কাটিয়ে ওঠার জন্য খুব বেশি সময় পাবেন না ফারাহ। সেখানে এবার কি অপেক্ষা করছে ফারাহর জন্য সেটাও বড় ভাবনার বিষয়। তাই মাত্র ৭ দিনের মধ্যেই বার্মিংহামে নামাটা কেমন অনুভূতির হবে সেটাও একটা প্রশ্ন। এ বিষয়ে ফারাহ বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নশিপের মাত্র এক সপ্তাহের মধ্যেই এই মিট অনুষ্ঠিত হবে। সুতরাং ভক্তদের জন্য দারুণ সুযোগ হবে যারা লন্ডনে আমাকে দৌড়াতে সরাসরি দেখতে ব্যর্থ হবে। আর সেজন্য আমি অন্যকিছু নিয়ে ভাবছি না।’ চেন্নাই-রাজস্থানকে স্বাগত জানাল বিসিসিআই স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আইপিএলের জনপ্রিয় দুই ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের কার্যকরী সভাপতি সিকে খান্না বলেন, ‘এই দুই দল ফিরে আসায় আইপিএল সমৃদ্ধ হবে। দুই দলই আইপিএলের আসরে সাফল্য পেয়েছে। সঙ্গে পেয়েছে প্রচুর সমর্থনও। তাদের সমর্থকরা আবার নিজেদের দলকে ফিরে খুশি হবে। নিজেদের পছন্দের প্লেয়ারদের আবার দেখতে পাবে আগামী আইপিএল মৌসুমে।’ ফিক্সিং ও দুর্নীতির দায়ে এই দুই ক্লাব দুই বছরের জন্য নিষিদ্ধ হলে বিসিসিআই নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়ান্ট ও গুজরাট লায়ন্সকে আইপিএলে নিয়ে আসে। তাদের মেয়াদ ছিল দুই বছর। দুই বছর আইপিএল খেলে তারা বিদায় নিয়েছে। তাদের জায়গায় আইপিএলের একাদশ আসরে খেলবে চেন্নাই ও রাজস্থান। অবশ্য পুনে-গুজরাটকেও রেখে দিয়ে দলের সংখ্যা বাড়ানো হতে পারে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংস ২০১০ ও ২০১১ সালে আইপিএলের শিরোপা জিতে। আর রাজস্থান রয়্যালস আইপিএলের উদ্বোধনী আসরের শিরোপা জেতে ২০০৮ সালে।
×