ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেবাগ কেন কোচ হতে পারলেন না?

প্রকাশিত: ০৬:০১, ১৬ জুলাই ২০১৭

শেবাগ কেন কোচ হতে পারলেন না?

স্পোর্টস রিপোর্টার ॥ বাইশ গজ থেকে অবসর নেয়ার পর সোশ্যাল সাইটেও ব্যাপক সক্রিয় ছিলেন সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ শেবাগ। এরপর তার ইচ্ছা হলো জাতীয় দলের কোচ হবেন। কিন্তু সে সময় ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন নিয়ে চলছে নাটক। সেই নাটকের মধ্য দিয়ে নাটকীয়ভাবেই কোচ হয়ে গেলেন রবি শাস্ত্রী। কিন্তু শেবাগ কেন হতে পারলেন না? সবাই জানেন যে, অধিনায়ক বিরাট কোহলির পছন্দের তালিকার শীর্ষে ছিলেন সাবেক টিম ইন্ডিয়ার ডিরেক্টর রবি শাস্ত্রী। কিন্তু কোহলি নাকি শেবাগকেও দেখতে চেয়েছিলেন কোচ হিসেবে। এদিকে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করার পর আশাবাদী হয়ে উঠেছিলেন শেবাগ। বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তার অনুরোধেই তিনি আবেদন করেন। শাস্ত্রীর কোচ হওয়া যখন কেবল আনুষ্ঠানিকতার পর্যায়ে এসে দাঁড়িয়ে, তখনও আত্মবিশ্বাসী ছিলেন। এত পজেটিভ ইস্যু থাকার পরও কোচ হতে পারলেন না শেবাগ। সেটা কি কেবল শাস্ত্রীর জন্যই? নাকি দুই লাইনের সিভির জন্য? নাকি অন্য কোন কারণ আছে? ভারতের প্রভাবশালী এক সংবাদ মাধ্যমের মতে কারণটা একটু আলাদাই। শেবাগ দায়িত্ব পাওয়ার জন্য সহযোগী হিসেবে আরও দু’জনকে আনতে চেয়েছিলেন। তারা হলেন ফিজিও থেরাপিস্ট অমিত তিয়াগি এবং পাঞ্জাবের সহকারী কোচ মিঠুন মানহাস। কিন্তু দল ও বোর্ড শেবাগের এ প্রস্তাবে রাজি হয়নি। আর এ কারণেই নাকি শেষ পর্যন্ত ছিটকে গেছেন।
×