ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার বনানীর নিজ বাসার সিঁড়ি দিয়ে নামার সময় পা মচকায়, ব্যথায় খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন

ইনজুরিতে অনুশীলনে বাইরে সাকিব

প্রকাশিত: ০৬:০০, ১৬ জুলাই ২০১৭

ইনজুরিতে অনুশীলনে বাইরে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ফিটনেস ট্রেনিং করছেন না বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন। কেন? ইনজুরিতে পড়েছেন সাকিব। বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। তাই শনিবার ফিটনেস ট্রেনিং করেননি। কিভাবে হলো এ ইনজুরি? জানা গেল, ফিটনেস ট্রেনিং করতে গিয়ে নয়, বাড়িতেই এ চোট পেয়েছেন সাকিব। শুক্রবার বনানীর নিজ বাসার সিঁড়ি দিয়ে নামার সময় পা মচকায় সাকিবের। এরপর থেকেই ব্যথা। খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন। তাই ফিটনেস ট্রেনিং না করেই শনিবার চলে গেছেন সাকিব। সাকিবের পায়ে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। খুব বেশিদিন সময় লাগবে না। ঠিক হয়ে যাবেন। সর্বোচ্চ এক সপ্তাহই যথেষ্ট। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, সুস্থ হতে খুব বেশি সময় লাগবে না সাকিবের। মচকে যাওয়া পা ব্যান্ডেজ করে রাখা হয়েছে। আগামী দুদিন এভাবেই থাকবে। ২৪ ঘণ্টা সাকিব এমন অবস্থাতেই থাকবেন। এরপর সাকিবের পায়ের এক্সরে করা হবে। দেখা হবে কি অবস্থায় আছে। কয়েকদিন ধরেই চলছে ফিটনেস ট্রেনিং। আরও দুই সপ্তাহ চলবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য এ ট্রেনিং চলছে। ফিটনেস ট্রেনিং শেষে স্কিল ট্রেনিং শুরু হবে। মাসের শেষদিকে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসবেন। এরপর স্কিল ট্রেনিং শুরু হবে। এখন ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং চলছে। ত্রিদেশীয় সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ছুটিতে গিয়েছিলেন ক্রিকেটাররা। এরপর ঈদের ছুটি কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। গত সোমবার থেকে শুরু হয়েছে তাদের ফিটনেস ক্যাম্প। ট্রেনার মারিও ভিল্লাভারায়নের তত্ত্বাবধানে চলছে মাশরাফি-সাকিব-তাসকিন-মুস্তাফিজদের অনুশীলন। আগস্টের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। এখন তারই প্রস্তুতি পুরোদমে চলছে। এমন সময়ে দলের সেরা অলরাউন্ডার ইনজুরিতে পড়ে গেলেন। এদিকে এ মুহূর্তে ফিটনেস ক্যাম্প চলছে। তাই ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নিয়ে বিশেষ কোন জোর নেই। তবে বাংলাদেশ পেস বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ কিন্তু এই ফিটনেস ক্যাম্পের মধ্যেই ‘বিশেষ ক্যাম্প’ করবেন। তার কাজ পেসারদের নিয়ে কাজ করা। তাই করবেন। তবে জাতীয় দলের পেসারদের বাইরেও অন্য পেসারদের নিয়েও কাজ করবেন ওয়ালশ। ওয়ালশের বিশেষ ক্যাম্পে জাতীয় দলের বাইরে থাকা পেসারদের নিয়ে আলাদা করে কাজ করবেন বাংলাদেশের এই পেস বোলিং কোচ। মোট ১৫ জন পেসারকে নিয়ে চলবে ওয়ালশের এই ক্যাম্প। জাতীয় দলের মূল পেসারদের বাদ দিয়ে ক্যাম্পের জন্য এর মধ্যেই ১৫ পেসারের তালিকা তৈরি করেছে মিনহাজুল আবেদীনের নির্বাচক কমিটি। তালিকায় ফিটনেস ক্যাম্পে থাকা ২৯ ক্রিকেটারের বাইরে থেকেও রাখা হয়েছে সম্ভাবনাময় পেসারদের। আছেন আল আমিন হোসেনের মতো দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসাররা। হাই পারফর্মেন্স ইউনিট (এইচপি) এবং অনুর্ধ-১৯ দলের পেসাররাও থাকছেন এই তালিকায়। গত বছরের সেপ্টেম্বরে জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। সাবেক ক্যারিবিয়ান এই পেসার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেট সূচীর কারণে ব্যস্ততাও কম ছিল না। তাই তো অন্য কোনদিকে তাকানোর সময়ই ছিল না ওয়ালশের। এবার সুযোগটি পেয়ে মাশরাফি-মুস্তাফিজ-তাসকিন-রুবেলদের পাশাপাশি অন্যদিকে নজর দেয়ার কিছুটা ফুরসত মিলল ওয়ালশের। সেই সুযোগে ১৭ জুলাই থেকে শুরু হবে পেসারদের নিয়ে ওয়ালশের এই বিশেষ ক্যাম্প। চলবে ২৮ জুলাই পর্যন্ত। যে কারণে নিজ দেশ থেকে একটু তড়িঘড়ি করেই ঢাকায় চলে আসছেন বোলিং কোচ। ওয়ালশের ফেরার কথা ছিল ২০ জুলাই। কিন্তু পেসারদের ক্যাম্পের জন্য তিনি পাঁচদিন আগেই চলে আসছেন। চলে এসেই বিশেষ ক্যাম্প শুরু করবেন। ফিটনেস ক্যাম্প একদিক দিয়ে শেষ। অন্যদিকে ওয়ালশের ক্যাম্পও শেষ হবে।
×