ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুলসের অভিযোগে কাঁদলেন মুশফিক

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ জুলাই ২০১৭

বুলসের অভিযোগে কাঁদলেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারটির নাম মুশফিকুর রহীম। সবচেয়ে নিয়ম মেনে চলা ক্রিকেটারের নাম মুশফিকুর রহীম। তা সবারই জানা। অথচ এ ক্রিকেটারের বিরুদ্ধেই শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) দল বরিশাল বুলস! এ অভিযোগ কোনভাবেই মানতে পারেননি টেস্ট দলের অধিনায়ক মুশফিক। তাইতো সংবাদ সম্মেলনে কান্না ভেজা কণ্ঠে কথা বললেন। নিজের অভিব্যক্তি শুরুতে প্রকাশ করেছেন। এরপর সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগে যেন কেঁদেই ফেললেন। কান্না ভেজা কণ্ঠেই মুশফিক বলেছেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন আমাকে নিয়ে এমন প্রশ্ন ওঠে না। হ্যাঁ, মাঠের পারফর্মেন্স নিয়ে মন্তব্য করতে পারেন। বলতে পারেন আমি ভাল খেলোয়াড় নই। তবে আমার শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন কিংবা আমি খেলোয়াড়দের উজ্জীবিত করতে পারি না, টিম মিটিংয়ে কথা বলি না, এসব কথা খুব খারাপ লেগেছে।’ সঙ্গে মর্মাহত মুশফিক জানান, ‘মল্লিক ভাই (বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য সচিব) বলছেন, ওনারা ব্যাপারটা দেখবেন। আজ আমার সঙ্গে হয়েছে। কাল অন্যদের সঙ্গে যে হবে না এ নিশ্চয়তা নেই। একজন খেলোয়াড় এতটুকু সম্মান আশা করতেই পারে। দেশকে এতদিন সেবা দিচ্ছি, এতটুকু সম্মান...।’ মুশফিক যেন কেঁদেই ফেললেন। ঘটনার সূত্রপাত হয়েছে গত বছর বিপিএলে। শুরুতে দুর্দান্ত খেলতে থাকলেও পরে গিয়ে বরিশাল বুলস খারাপ খেলতে থাকে। মুশফিক সেই দলের ‘আইকন’ ক্রিকেটার ও অধিনায়ক ছিলেন। একটা সময় গিয়ে বরিশাল বুলসের ব্র্যান্ড এ্যাম্বাসেডর সঙ্গীতশিল্পী আসিফ আকবর ফেসবুক স্ট্যাটাসে আপত্তিকর কিছু লিখে বসেন। তিনি লিখেন, ‘আমার দল বরিশাল বুলসের বিদেশী ও দেশী খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমাণ নেই। তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ দৃষ্টি দেয় অবশ্যই তারা প্রমাণ খুঁজে পাবে।’ আসিফ আকবরের এমন স্ট্যাটাসের পর মুশফিকও ভীষণ চটে যান। সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘এটা শোনা এবং দেখার পর আসলে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। তিনি বাংলাদেশের এত বড় তারকা হয়ে এমন কথা লিখবেন, এটা বিরক্তিকর ও লজ্জাজনক। খুবই কষ্ট লেগেছে। তিনি এটা মাথা ঠিক অবস্থায় লিখেছেন, নাকি বেঠিক অবস্থায় জানি না।’ সঙ্গে যোগ করেন, ‘তারও (আসিফ আকবরের) খেলার প্রতি আবেগ আছে। আগেও তিনি ক্রিকেটের সঙ্গে অনেকভাবে জড়িত ছিলেন। এমন মানুষের কাছে এটা আশা করিনি। হ্যাঁ, তিনি বলতে পারেন আমরা যেভাবে খেলছি সেটা হতাশার। শুধু তিনি কেন, বরিশালবাসীও হতাশ। সেটা ভিন্ন কথা। কিন্তু তিনি যেভাবে লিখেছেন এটা কোন মানুষের পক্ষে লেখা সম্ভব নয়, পাগল ছাড়া।’ এরপরই বরিশাল বুলসের বিরুদ্ধে বিপিএল গবর্নিং কাউন্সিলের কাছে অভিযোগ করেন মুশফিক। এতদিন এ ঘটনা চাপা ছিল। কিন্তু এখন বরিশাল বুলস যেন বোমা ফাটিয়ে দিল। বরিশাল বুলস মুশফিককে এবার দলে নিতেই চাইছে না। শুধু তাই নয়। অভিযোগও করেছে। বরিশাল বুলসের মালিকপক্ষের একজন এবং বিসিবি পরিচালক আবদুল আওয়াল চৌধুরী ভুলু একটি বেসরকারী টেলিভিশনে সাক্ষাতকারে বরিশাল বুলসে মুশফিকের আচরণ নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা মুশফিককে নিয়ে আগ্রহী নই। তিনি খানিকটা এলোমেলো। তাছাড়া গেলবার সে আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে বোর্ডের কাছে চিঠিও দিয়েছে। আমরা তার কাছ থেকে এটা আশা করিনি।’ বরিশাল বুলসে মুশফিক থাকবেন না। তিনি রাজশাহীর হয়ে এবার বিপিএল খেলবেন। এ ঘটনার জন্যই কী এমন আচরণ করেছে ভুলু? তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ ভুলু ফোন ধরেননি। তবে বরিশাল বুলস যদি মুশফিকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে না পারে তাহলে দলটির শাস্তি হবে। বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ বিষয়ে বলেছেন, ‘টেস্ট অধিনায়ককে অসম্মান করা হয়েছে। প্রয়োজনে মুশফিকের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে আউয়াল চৌধুরীকে। তাকে এই অভিযোগের প্রমাণ দিতে হবে। পুরো ব্যাপারটা দেখেছি। শোভনীয় মনে হয়নি। এটা গ্রহণযোগ্য নয়। জাতীয় দলের অধিনায়ক ও একজন খেলোয়াড়কে নিয়ে তিনি এভাবে বলতে পারেন না। তাকে ডাকা হয়েছে। আমরা কারণ দর্শানোর নোটিস দেব। যথাযথ উত্তর না পেলে ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেটা হতে পারে আর্থিক কিংবা অন্য কোন শাস্তি।’ টেস্ট দলের অধিনায়কের (মুশফিক) বিরুদ্ধে এমন অভিযোগ দিয়েছেন যিনি (ভুলু) তিনি আবার বিসিবির পরিচালকও। বিসিবির একজন পরিচালক হয়ে এভাবে কথা বললেন কিভাবে? সবার এখন এ একটি প্রশ্নই। তার কী মুশফিক সম্পর্কে জানা নেই? জাতীয় দলে এবং ঘরোয়া দলেও মুশফিক যে কতটা দায়িত্ব নিয়ে কাজ করেন তা সবারই জানা। ভুলু এমনটি কেন করলেন? সেই প্রশ্নই এখন চতুর্দিকে। পাশাপাশি এখন বিপিএল গবর্নিং কাউন্সিলকে এ নিয়ে শক্ত অবস্থান নিতে হবে বলেও সবাই মনে করছেন। টেস্ট অধিনায়ককে কাঁদানো ভুলু এবং তার দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিপিএল গবর্নিং কাউন্সিল। সেই আশ্বাসও দেয়া হয়েছে।
×