ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিএনএতে ‘ভিডিও সেইভ’

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ জুলাই ২০১৭

ডিএনএতে ‘ভিডিও সেইভ’

১৮৭৮ সালে ব্রিটিশ চিত্রগ্রাহক এডওয়ার্ড মাইব্রিজ একটি ঘোড়ার দৌড়ানোর ভিডিও ধারণ করেন। এই ভিডিও বিশ্বের প্রথম দিকের ধারণকৃত ভিডিওগুলোর মধ্যে একটি। ১৩৯ বছর পর ওই ভিডিও ক্লিপকে এবার অত্যাধুনিক প্রযুক্তিতে যুক্ত করল বিজ্ঞানীরা। এই ক্লিপ এখন কোন জীবন্ত কোষের ডিএনএতে এনকোড করা প্রথম ভিডিওতে পরিণত হয়েছে। এ নিয়ে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকরা জার্নাল নেচারে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এই গবেষণাকে বিশাল স্টোরেজ ডিভাইস হিসেবে জিনোমের সম্ভাবনার সর্বশেষ ও সবচেয়ে বিস্ময়কর উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন এই গবেষণার একজন গবেষক ও হার্ভার্ডের প্রজনন বিজ্ঞান বিশেষজ্ঞ জর্জ চার্চ সম্প্রতি তার নিজের লেখা বই ‘রিজেনেসিস’ ডিএনএতে এনকোড করেছেন ও এর নয় হাজার কোটি কপি বানিয়েছেন। এখন বিজ্ঞানীদের ভাবনা হচ্ছে, তারা বিশেষ প্রযুক্তির ব্যাকটেরিয়াকে রেকর্ডিং ডিভাইস হিসেবে মস্তিষ্কে স্থাপন করবেন। পরবর্তীতে ব্যাকটেরিয়াগুলো থেকে এগুলোর ডিএনএ নিয়ে সেগুলোর ওপর পরীক্ষা চালানো হবে আর মস্তিষ্কের নিউরনগুলো কী করছে তা পর্যবেক্ষণ করা হবে। -নিউইয়র্ক টাইমস
×