ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমছে

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ জুলাই ২০১৭

দেশে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমছে। এ দেশ প্রাকৃতিক গ্যাসের ওপর ভাসছে এ কথাও অতীত। যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প কারখানার উন্নয়ন অত্যাবশ্যক। শিল্প কারখানা উন্নয়নে প্রয়োজন বিদ্যুত ও প্রাকৃতিক গ্যাস। দেশকে শিল্পসমৃদ্ধ করতে গ্যাসের সরবরাহ ও ব্যবহারের বিকল্প নেই। শনিবার চট্টগ্রামে জিটিসিএল বাস্তবায়নাধীন গ্যাস পাইপ লাইনসমূহ বিপিসির আওতাভুক্ত এসপিএম প্রকল্পের পাইপলাইন এবং বাফেক্সের আওতাভুক্ত রূপকল্প-২০২১ এর আওতায় গ্যাস কূপ খননে ভূমি অধিগ্রহণ তরান্বিতকরণবিষয়ক আলোচনা সভায় শিল্প সচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যান এসব কথা বলেন। শিল্প সচিব বলেন, দেশে গ্যাস সরবরাহের ঘাটতি রয়েছে। প্রয়োজনের তুলনায় সরবরাহ কম। অতীতে বলা হয়েছিল এ দেশ প্রাকৃতিক গ্যাসের ওপর ভাসছে। বিষয়টি অতীত। দেশকে শিল্প সমৃদ্ধ করতে বিদ্যুত ও প্রাকৃতিক গ্যাসের বিকল্প নেই। পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, দেশে গ্যাসের রিজার্ভ কমছে। আবাসিক ও যানবাহনের কাজে যে গ্যাস ব্যবহার হচ্ছেÑ তা বিকল্পভাবে শিল্প কারখানায় দেয়ার জন্য উদ্যোগ চলছে। বর্তমান সরকার এলএনজি গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার জেলায় পাইপলাইনের কার্যক্রম বহুদূর এগিয়েছে। আলোচনা অনুষ্ঠানে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বিপিসির পরিচালকসহ বিভাগের আওতাধীন সব জেলার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।
×