ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড্রোন রেসিংয়ে পুরস্কার

প্রকাশিত: ০৫:৪৭, ১৬ জুলাই ২০১৭

ড্রোন রেসিংয়ে পুরস্কার

চলতি বছরে শুরু হতে যাচ্ছে ‘ড্রোন রেসিং লিগ’। এই লিগের বিজয়ী পুরস্কার ঘোষণা করা হয়েছে, এক লাখ মার্কিন ডলার। বিশ্বজুড়ে বিভিন্ন পথে প্রতিযোগিতা করবে ১৬টি দল। প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হবে শুধু একটি দলকে। ইতোমধ্যে রেসের সব পথের পরিকল্পনাও শেষ হয়েছে। পরিত্যক্ত শপিং মল থেকে শুরু করে বিশাল বাণিজ্যিক স্পোর্টস স্টেডিয়াম রয়েছে রেস ট্র্যাকের তালিকায়। এসব ট্র্যাকের ওপর দিয়ে বাধা পেরিয়ে ড্রোন ওড়াবেন প্রতিযোগীরা। সাধারণ কোন ড্রোন ব্যবহার করা হচ্ছে না রেসে। এর জন্য নিজস্ব ড্রোন আনবে প্রতিযোগীরা। ড্রোন রেসিং লিগের প্রধান নির্বাহী নিকোলাস হর্বাশেওস্কি বলেন, এটি খেলনা দোকানের সস্তা কোন ড্রোন নয়। মডেলগুলোর দাম ৫০০ থেকে এক হাজার মার্কিন ডলারের মধ্যে, যেখানে বিশেষজ্ঞের হাত ও চোখের সমন্বয় এবং তাদের গভীর উপলব্ধির প্রয়োজন রয়েছে। প্রতিযোগিতায় পাইলটরা একটি হেডসেট পরে ড্রোন পরিচালনা করবেন। এতে ফার্স্ট-পার্সন দৃশ্যে সামনের চিত্র দেখতে পাবেন পাইলটরা। এতে বেশিরভাগ পাইলটের বয়সই ২০ থেকে ৩০-এর মাঝামাঝি। -সিএনবিসি
×