ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপি একটি সন্ত্রাসবাদী দল ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৪৬, ১৬ জুলাই ২০১৭

বিএনপি একটি সন্ত্রাসবাদী দল ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ জুলাই ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি দেশে-বিদেশে যতই ষড়যন্ত্র করুক না কেন আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এর কোন বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসবাদী দল, এটা দেশ-বিদেশে স্বীকৃত। এরা বিগত দিনে সকল উগ্রবাদী কার্য সৃষ্টি করেছে তাই এদের সকল ষড়যন্ত্র প্রতিহত এবং সরকারী উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। প্রায় ১৪ বছর পর এ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। আলহাজ মোঃ শাহজাহানের সভাপতিত্বে এমএ মমিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, একেএম শাহজাহান কামাল এমপি, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন প্রমুখ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, পেট্রোল দিয়ে মানুষ হত্যার বিচার হবে, অন্যায়ের শাস্তি পেতেই হবে। বিএনপি সারাদেশে ২১ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। এমনকি গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিল। সেই ঘটনায় ২৪ জন নেতাকর্মী নিহত হওয়া ছাড়াও আরও দু’শতাধিক নেতাকর্মী এখনও বোমার স্পিøন্টার বহন করে দুঃসহ জীবনযাপন করছে। তাই অপেক্ষায় থাকুন প্রত্যেক হত্যার বিচার হবে এবং এর শাস্তিও পেতে হবে। সম্মেলনকে ঘিরে বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের কাউন্সিলর ছাড়াও বিপুলসংখ্যক কর্মী সমর্থকের সমাগম ঘটে।
×