ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে জনসংযোগ

আগামী নির্বাচনে প্রার্থী হতে সকলের সহযোগিতা চাইলেন এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৫:৪৪, ১৬ জুলাই ২০১৭

আগামী নির্বাচনে প্রার্থী হতে সকলের সহযোগিতা চাইলেন এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে সকলের সহযোগিতা চেয়েছেন। শনিবার লৌহজং কলেজে বই বিতরণ অনুষ্ঠানে এই সহযোগিতা চেয়ে তিনি বলেন, আমি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আপ্রাণ চেষ্টা করেছি; যাতে মানবতাবিরোধী অপরাধীরা উপযুক্ত শাস্তি পায়। এ ব্যাপারে আমি অনেকাংশে সফল হয়েছি বলে মনে করি। আমার এই প্রচেষ্টাকে বিবেচনা করে আওয়ামী লীগ আমাকে আগামী সংসদ নির্বাচনে নমিনেশন দিবে আশা করি। পরে তিনি কলেজটির অধ্যক্ষের কক্ষে উপাধ্যক্ষ শহিদুর রহমানের হাতে কলেজ লাইব্রেরির জন্য মুক্তিযুদ্ধসহ নানা ধরনের বই তুলে দেন। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম কিছুদিন ধরে এখানে ঘন ঘন সফর করছেন। এমনকি সম্প্রতি টঙ্গীবাড়িতে আওয়ামী লীগের কর্মীসভায়ও অংশ নেন। কিন্তু রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা এ্যাডভোকেট মাহবুবে আলম এর আগে বলেননি আগামী নির্বাচনে প্রার্থী হবেন। তিনি প্রথমবারের মতো শনিবার এই ঘোষণা দিলেন। এ্যাটর্নি জেনারেল আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উপস্থিত সকলকে জানান। পরে তিনি লৌহজংয়ে গণসংযোগ করে তিনটি মসজিদে অনুদান দেন এবং গাঁওদিয়া নদী ভাঙ্গন এলাকা পরির্দশন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী এ্যার্টনি জেনারেল মাসুদ হাসান চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকির, সিসিল বেপারী, কবির ভূইয়া কেনেডি, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
×