ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

সীমান্ত থেকে এক নারীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ০৫:২৫, ১৬ জুলাই ২০১৭

সীমান্ত থেকে এক নারীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ জুলাই ॥ বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশী নারীকে বিএসএফ ধরে নিয়ে গিয়ে ভারতের কারাগারে আটক রেখেছে। তাকে ফেরত পেতে শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তার স্বামী সহ স্বজনরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারতের কারাগারে সেলিনার স্বামী মোঃ দবির। তিনি জানান, তারা ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তাঁর মেয়ে সলেমা খাতুন ও জামাই আব্দুল কুদ্দুস ভারতের পশ্চিম বঙ্গের উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার সমেশপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে মেয়ের সাথে তার স্ত্রী সেলিনার দেখা সাক্ষাত হয়নি। এতে মায়ের মন মেয়েকে দেখতে বেকুল হয়ে উঠে। এ অবস্থায় সেলিনা জানতে পারেন, হিলি চেকপোষ্টের কাছে গেলেই মেয়ে এবং জামাইয়ের সাথে দেখা করা যাবে। এ নিয়ে মেয়ে-জামাইর সাথে মোবাইল ফোনে আলাপ করার পর ঠিক হয়, হিলি বর্ডারে এপার-ওপারে দাঁড়িয়ে থেকে তারা দেখা সাক্ষাত করবে। সে অনুযায়ী মেয়ের সাথে দেখা করতে গত ২০ মে হিলি চেক পোষ্টের কাছে গেলে বাংলাদেশ অংশ থেকে বিএসএফ তার স্ত্রী সেলিনাকে ভারতে ধরে নিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। দবির আরো জানান, বর্তমানে তার স্ত্রী ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলে আটক আছেন। তাকে ফেরত পেতে গত ১৯ জুন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তিনি একজন বয়স্ক মানুষ হওয়ায় এখন কি করবেন ভেবে পাচ্ছেন না বলেও দাবী করা হয় সংবাদ সম্মেলনে। এর জন্য সরকারের উচ্চ মহলের দৃষ্টি কামনা করেছেন দবির ও তার স্বজনরা। কারাগারের চাল বিক্রিকালে আটক দুই পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলা কারাগারের জন্য বরাদ্ধকৃত চাল কালোবাজারে বিক্রির সময় ৮ বস্তায় ৪শ কেজি চালসহ ২জনকে আটক করা হয়েছে।শনিবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ি পৌর শহরের শাহী জামে মসজিদ সড়কের শাহিনুর ট্রের্ডাসে চাল বিক্রির সময় স্থানীয় জনতা চাল আটক করে পুলিশে খবর দেয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেল সুপার মুনতাসির হাসানের উপস্থিতিতে চাল জব্দ করে ক্রেতা দোকান মালিক মো: শাহজাহান এবং কারাগারে ঠিকাদারের শ্রমিক আবুল বাশারকে আটক করা হয়। আটক আবুল বাশার জানান, জেলার মাহবুব ও কারারক্ষী প্রীতি ভুষক চাকমার নির্দেশে সে চাল পরিবহনের জন্য অটোরিক্সা ঠিক করে দেন, সে এ ঘটনার সাথে জড়িত নয়। আটক দোকান মালিক ৩২ টাকা দরে চাল কেনার কথা স্বীকার করল্ওে কারাগারের চাল কিনা তা তিনি জানেন না বলে জানান। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে। শনিবার সকালে গোবরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, জেলা শাখার সভাপতি শাহজাহান নভেল প্রমুখ। সেলাই মেশিন বিতরণ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এবং শুধু বৃত্তি নয়, বৃত্তিমূলক প্রশিক্ষণ চাই’ দুটি সেøাগানকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলায় উপবৃত্তিপ্রাপ্ত ২০ শিক্ষার্থীর মাঝে সনদপত্র, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প ও এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে ‘স্কিলস ডেভেলপমেন্ট থ্রু স্টাইপেন্ড প্রোগ্রাম’ এর আওতায় উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষে দর্জি বিজ্ঞান, এমব্রয়ডারি ও নকশী কাঁথা বিতরণ করা হয়।
×