ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় সাত দফা দাবিতে আদিবাসীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৪, ১৬ জুলাই ২০১৭

গাইবান্ধায় সাত দফা দাবিতে আদিবাসীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ জুলাই ॥ গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে আদিবাসী সাঁওতালদের পৈত্রিক সম্পত্তি ফেরত, আদিবাসী হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর, নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণ প্রদানসহ ৭ দফা দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমাবেশে ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট জেড আই খান পান্না, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা ডাঃ দিবালোক সিংহ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বক্তব্য রাখেন। সৈকতে ছদ্মবেশে অভিযানে ৫ ক্যামেরা জব্দ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে ছদ্মবেশে সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের নানা বিড়ম্বনা প্রত্যক্ষ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম (জয়)। দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের অভাব অভিযোগ শোনেন। এ সময় পর্যটকদের হয়রানির অভিযোগে পাঁচটি ক্যামেরা ও ১০টি লাইফ জ্যাকেট জব্দ করেন তিনি। ভাষাসৈনিক আবদুল মমিনের স্মরণ সভা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৫ জুলাই ॥ জাতির জনক বঙ্গবন্ধুর একান্ত সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক, সাবেক ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মমিনের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে র‌্যালি শেষে মোহনগঞ্জ মহিলা কলেছে এক স্মরণসভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট লতিফুর রহমান রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান রতন, এপিএস তোফায়েল আহমেদ, ওয়াজ উদ্দিন, বিমল চন্দ্র পাল, দীলিপ দত্ত, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ জাহান প্রমুখ। আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জুলাই ॥ শনিবার বেলা ১১টার দিকে নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে সাদিক হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দিঘা পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশে ডোবায় পড়ে তার মৃত্যু ঘটে। সাদিক উপজেলার দিঘা পূর্বপাড়া গ্রামের মামুন প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সাদিক সকালে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সে নিখোঁজ হয়। পরে সাদিকের বাড়ির পাশে একটি ডোবার পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন।
×