ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্বামীর দেয়া আগুনে ঝলসে যাওয়া রীনা মৃত্যুশয্যায়

প্রকাশিত: ০৫:২৩, ১৬ জুলাই ২০১৭

স্বামীর দেয়া আগুনে ঝলসে যাওয়া রীনা মৃত্যুশয্যায়

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ যৌতুকের জন্য গৃহবধূ রীনা বেগম শরীরের প্রায় অর্ধেক অংশ পুড়িয়ে ঝলসে দিলেও, স্থান সংক্রান্ত জটিলতার কারণে এক মাস পরও আইনগত সহায়তা পায়নি। থানা বা আদালতেও মামলা করতে পারেনি। রীনার পরিবার দরিদ্র হওয়ার কারণে অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারছে না। ফলে শরীরের দগদগে পোড়া ঘা নিয়ে আইনী সহায়তা ও বিচারের জন্য পুলিশ ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন। লোমহর্ষক ও বীভৎস এ ঘটনার সুবিচার ও চিকিৎসা সহায়তা পেতে সাংবাদিকদের শরণাপন্ন হন। মানবাধিকার সংগঠনের সহায়তায় শনিবার রীনা বেগমের মা জহুরা বেগম পঞ্চগড় প্রেসক্লাবে এসে তার মেয়ের ওপর বর্বোরচিত নির্যাতন ও ঘটনার বিচার দাবিসহ মেয়ের চিকিৎসার ব্যয় ভার সরকারীভাবে বহনের দাবি জানান। জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার কানাপাড়া জুগিভিটা গ্রামের আবু আলম হাই হেলালের পুত্র সাদ্দাম হোসেনের পুড়িয়ে ২০১৪ সালে জানুয়ারি মাসে রিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত স্বামী সাদ্দাম হোসেন ১ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। দিন দিন যৌতুকের দাবিতে মারপিটসহ নির্যাতনের মাত্রা বেড়েই চলে। এক পর্যয়ে সাদ্দাম হোসেন কেরোসিন রীনা বেগমের শরীরের ঢেলে দেয়। বাগেরহাটে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়া উপজেলায় মাদ্রাসাছাত্রী ফারজানা আক্তার (১২) সাপের দংশনে মারা গেছে। শুক্রবার রাতে কচুয়া সদর ইউনিয়নের আড়িয়ামর্দন গ্রামে শিশুটিকে সাপে দংশন করে। বাগেরহাটের দুটি হাসপাতাল ঘুরে এ্যান্টিভেনম না পেয়ে খুলনা মেডিক্যালে নেয়ার পথে ওই শিশুটির মৃত্যু হয়। ফারজানা আক্তার উপজেলার আড়িয়ামর্দন গ্রামের নিয়ামুল হোসেন শেখের মেয়ে এবং স্থানীয় কচুয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ফারজানার বাবার অভিযোগ, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় চিকিৎসার অভাবে তার মেয়ের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ড ভার্সিটিতে ওয়ার্কশপ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘সিভিল ইঞ্জিনিযারিং বিভাগের উদ্যোগে সেলফ এসেসমেন্ট রিপোর্ট শীর্ষক ওয়ার্কশপ বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য, অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, অধ্যাপক ড. এম নুরুল ইসলাম; আইকিউএসি-ডাব্লিউইউবির ডাইরেক্টর অধ্যাপক এ কে এম জিয়াউল ইসলাম এবং এডিশনাল ডাইরেক্টর আরিফ সাত্তার। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিযারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সিরাজী, (ইঞ্জি) । ওয়ার্কশপে বিভাগীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×