ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৮

প্রকাশিত: ০৫:২৩, ১৬ জুলাই ২০১৭

খুলনায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৮

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ডুমুরিয়া উপজেলার শাহপুর মধুগ্রাম কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতিসহ ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও লেগুনা ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে ছাত্রলীগ কলেজ সভাপতি শেখ রাব্বি হাসানের অবস্থা গুরুতর বলে জানা গেছে। জানা যায়, গত বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলার শাহপুর মধুগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির পক্ষ থেকে শনিবার দুপুর ১২টার দিকে শাহপুর কলেজ ও সংলগ্ন বাজার এলাকায় আনন্দ মিছিল বের করা করা হয়। মিছিল শেষে করে শাখা ছাত্র লীগের সভাপতি রাব্বি হাসান কর্মী সমর্থকদের নিয়ে শাহপুর বাজারে অবস্থান করছিল। এ সময়ে ছাত্রলীগের নেতা আবু হাসানের নেতৃত্বে একদল যুবক রাম দা, রড লাঠি নিয়ে তাদের ওপর হামলা করে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি রাব্বি হাসান, জি এম জসিম, আজিজুল হাকিম লালু, রবিউল ইসলাম, জি এম সোহাগসহ কমপক্ষে ৭-৮ জন আহত হয়। এদের মধ্যে ৪ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শাহপুর কলেজ ছাত্র লীগের নবগঠিত কমিটিতে স্থানীয় রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাকুর উদ্দিনের সমর্থকেরা বেশি স্থান পায়। অপরদিকে জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সরদার আবু সালেহর সমর্থকেরা কম স্থান পায়। এ নিয়ে পদবঞ্চিতদের মধ্যে ক্ষুব্ধতা তৈরি হয়। এ কারণেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পিরোজপুরে বিদ্যুতস্পৃষ্টে নিহত ২ নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৫ জুলাই ॥ মঠবাড়িয়ায় শনিবার পৃথকভাবে বিদ্যুতস্পৃষ্টে জাফর (৫০) ও জাহিদুল ইসলাম বাবু (১৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে। জাফর উপজেলার বেতমোর বিএন হাট এলাকার ও বাবু পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিনপালা গ্রামের বাসিন্দা। জানা যায়, জাফর বাড়িতে বৈদ্যুতিক তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। অপরদিকে মাদ্রাসার ছাত্র বাবু পেয়ারা পাড়তে গাছে ওঠে। পেয়ারা গাছের পাশে বাঁশের সঙ্গে বিদ্যুতের সংযোগ ছিল। বাঁশ হাত দিয়ে ধরলে বিদ্যুতস্পৃষ্টের ঘটনা ঘটে। তাদের মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজশাহীতে বন্ধুর গুলিতে যুবক আহত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে পাওনা টাকা নিয়ে বিরোধে বন্ধুর গুলিতে এক যুবক আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। আহতের নাম রাব্বিল হোসেন। তিনি নগরীর বহরমপুর এলাকার খোকনের ছেলে। আহত রাব্বিলকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে। রাব্বিলের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাব্বিল তার বন্ধু বাপ্পারাজ ও বাপ্পির কাছে ২০ হাজার টাকা পেত। ওই টাকা না দেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে আগে কয়েকবার ঝগড়া হয়।
×