ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উত্তরা গণভবন থেকে মোনায়েম খানের নামফলক অপসারণ

প্রকাশিত: ০৫:২২, ১৬ জুলাই ২০১৭

 উত্তরা গণভবন থেকে মোনায়েম খানের নামফলক অপসারণ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ জুলাই ॥ উত্তরা গণভবন থেকে কুখ্যাত স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের নামফলক অপসারণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের আপামর জনগণের দাবির মুখে বিতর্কিত ওই নামফলকটি অপসারণ করা হয়। এর মাধ্যমে উত্তরা গণভবন তথা নাটোরের আপামর জনসাধারণ কলঙ্কমুক্ত হলো। এ সময় উপস্থিত ছিলেনÑ স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. আজাদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার আহ্বায়ক উমা চৌধুরি জলি, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যবৃন্দ। ৭২ পরিবারে সোলার বিদ্যুত সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১৫ জুলাই ॥ মধুপুর ইউনিয়নের শুভডোব বিলের পাড়ে ৭২টি পরিবারের মধ্যে সোলার মিনি গ্রীডের মাধ্যমে বিদ্যুত সরবরাহ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে রিসডা বাংলাদেশের মাধ্যমে শুভডোব বিলের পাড়ের ৭২টি দুস্থ ও অসহায় পরিবার, মসজিদ, মাদ্রাসা, শ্মশান, মন্দির ও ক্লাব ঘরে সোলার বিদ্যুত সংযোগ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় মধুপুুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনÑ রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য একেএম আহসানুল হক চৌধুরী ডিউক। খোয়াই পারে গণসমাবেশ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৫ জুলাই ॥ খোয়াই নদী খনন, বাঁধ মেরামত, অবেধ বালু উত্তোলন-বসতি স্থাপন ও অর্থ লুটপাট বন্ধসহ অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে শনিবার হবিগঞ্জের চৌধুরীবাজার খোয়াই পারে অনুষ্ঠিত হয় গণসমাবেশ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জেলা মার্চেন্ট এ্যাসোসিয়েশন ও খোয়াই রিভার ওয়াটারকিপারে যৌথ আয়োজনে বেলা ১১টায় অনুষ্ঠিত এই গণসমাবেশে সভাপতিত্ব করেন পরিবেশবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ। বক্তব্য রাখেনÑ সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফজলুর রহমান লেবু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মেম্বার রফিকুল হাসান চৌধুরী তুহিন।
×