ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘ছাত্রলীগ সভাপতির সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়নি’

প্রকাশিত: ০৫:২২, ১৬ জুলাই ২০১৭

‘ছাত্রলীগ সভাপতির সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়নি’

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রওশন ইকবাল শাহীর সঙ্গে ইসরাত আরা নাজনীন বিপাশার বিয়ে হয়নি দাবি করে শনিবার সংবাদ সম্মেলনে করেছেন মেয়েটির বাবা এহসানুল কবির সাগর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের পর কিছু লোক আমার বাড়ি যাচ্ছে। এরপর জানতে পারি মেয়ের বিয়ে সংক্রান্ত বিষয়। যা আমার এবং মেয়ের মান সম্মানের ব্যাপার। তাই আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিচার আশা করছি। এ রকম অপবাদ আর যেন না হয়। বিয়ে সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে আপনাদের নেক দৃষ্টির আবেদন করছি। বাসের ট্রিপ কমানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ রাবি সংবাদদাতা ॥ বাসের ট্রিপ কমানো ও ডাইনিংয়ের মিলচার্জ বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। শনিবার বেলা ১২টায় রাবি ছাত্র ইউনিয়নের টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে টুকিটাকি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে রাবি শাখা ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, বাসের ট্রিপ কমানো ও মিলচার্জ বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। অবিলম্বে শিক্ষার্থীদের স্বার্থে বাসের ট্রিপ কমানো ও মিলচার্জ বৃদ্ধি বন্ধ করতে হবে। এ সময় রাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় ও ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়লসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
×