ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ॥ গণশিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:১৮, ১৬ জুলাই ২০১৭

শেখ হাসিনার অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ॥ গণশিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের যে কার্যক্রম পরিচালনা করছেন সেই অর্জনকে ঘরে ঘরে পৌঁছে দেয়ার ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শনিবার দুপুরে ফুলবাড়ী উপজেলা, ফুলবাড়ী পৌর শাখা এবং ফুলবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি এ কথা বলেন। ফুলবাড়ীর হোসেন কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হক ও আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, মন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা ফারহানা রহমান মুক্তা, উপ-বিজ্ঞান সম্পাদক ইকবাল হোসেন শিপন সরকার, সহ-সম্পাদক রিজভী হাসান মাহমুদ হিরণ, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল প্রমুখ। সম্মেলনে মিঠুন কুমার চৌধুরীকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ, মুশফিকুর রহমান রিয়াদকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ফুলবাড়ী পৌর শাখা এবং রাসেল হাসানকে সভাপতি ও রাজু আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ফুলবাড়ী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।
×