ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানবদেহের জন্য ক্ষতিকর তিন কোটি টাকার ওষুধ ধ্বংস

প্রকাশিত: ০৫:১৮, ১৬ জুলাই ২০১৭

মানবদেহের জন্য ক্ষতিকর তিন কোটি টাকার ওষুধ ধ্বংস

স্টাফ রিপোর্টার/নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ও টঙ্গী থেকে ॥ শনিবার দুপুরে টঙ্গীর এস কে এফ প্লাস ওষুধ কারখানার ইটিপি প্লান্টে প্রায় ৩ কোটি টাকা মূল্যের হিউম্যান এলবোমিন ২০ পারসেন্ট বেরিংয়ের ৬ হাজার পিস ফিনিস প্রোডাক্ট ধ্বংস করা হয়েছে। বিদেশ থেকে আমদানিকালে এলবোমিনের মাত্রা ২৫ থেকে ৪০ ডিগ্রীতে অতিক্রম করায় স্বপ্রণোদিত হয়ে আমদানিকৃত প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল এজেন্সিজ বিডি লি:’ তাদের ফিনিস প্রোডাক্ট ঔষধ প্রশাসনের কর্মকর্তা ও এস কে এফ প্লাসের কোয়ালিটি কন্ট্রোল কর্মকর্তাদের উপস্থিতিতে কারখানার অভ্যন্তরে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার মোদক জানান, ৫০ মিলির ৩ হাজার পিস এবং ১০০ মিলির ৩ হাজার পিস বোতলের লিক্যুইড ‘হিউম্যান এলবোমিন ২০ পারসেন্ট বেরিং’ তাদের প্রতিষ্ঠান থেকে টঙ্গীর এস কে এফ প্লাস ওষুধ কারখানার ইটিপি প্লান্টে ধ্বংস করা হয়। ধ্বংস করা ফিনিস প্রোডাক্টটি ক্যান্সার, কিডনি ডায়ালাইসিস, লিভার সিরোসাইসিস ও হার্ট অপারেশনের কাজে ব্যবহৃত হয়। ২৫ ডিগ্রীর ওপরে মাত্রা অতিক্রম করায় মানবদেহে সাইট এফেক্ট হবে জেনে পণ্যটি ধ্বংসের সিদ্ধান্ত নেয় ওই প্রতিষ্ঠানটি। জামার্নির সি এস এল বেরিং জিএম বি এইচ থেকে এই ফিনিস প্রোডাক্টটি আমদানি করা হয়েছিল। ষাঁড়ের গুঁতোয় যুবক নিহত স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়া উপজেলার বাখুয়া উত্তরপাড়া গ্রামে ষাঁড়ের গুঁতোয় আহত রমজান আলী (৩২) চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।শুক্রবার দুপুরে নিজের পালিত ২টি ষাঁড় ট্রলিযোগে হাটে নিয়ে নামানোর চেষ্টা করলে একটি ষাঁড় ক্ষিপ্ত হয়ে তার তলপেটে আঘাত করলে পেট ফেটে যায় এবং পাজরের হাড় ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। দিনাজপুরে পানিতে ডুবে ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলা পল্লীতে পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার রাঙ্গন গ্রামের পৈবত চন্দ্র সরকারের ছেলে বহবলদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র পরাণ চন্দ্র সরকার ওরফে পাতানু (৭) বাড়ির পাশের পুকুরে গোসল করার সময় নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধার করে বিরল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
×