ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারের দুই জঙ্গী আস্তানার তদন্ত সিআইডিতে

প্রকাশিত: ০৫:১৭, ১৬ জুলাই ২০১৭

মৌলভীবাজারের দুই জঙ্গী আস্তানার তদন্ত সিআইডিতে

নিজস্ব^ সংবাদদাতা, মৌলভীবাজার, ১৫ জুলাই ॥ আড়াই মাস পর মৌলভীবাজারের নাসিরপুর ও বড়হাট এলাকার দুই জঙ্গী আস্তানার তদন্তভার পুলিশের বিশেষ শাখা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে এই দুটি আস্তানা পরিদর্শন করেছেন সিআইডি সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল, মৌলভীবাজারের তদন্তকারী কর্মকর্তা আব্দুছ ছালেকসহ একটি দল। গত ১ এপ্রিল বড়হাটের জঙ্গী আস্তানা ও ৩০ মার্চ সদর উপজেলার নাসিরপুরে জঙ্গী আস্তানায় অভিযান শেষ হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে দুটি আস্তানা থেকে পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও সিআইডি আলামত সংগ্রহ করে। এরপর থেকে বাড়ি দুটিতে পুলিশ প্রহরা রাখা হয়। ১৫ জুলাই সিআইডি দায়িত্ব পাওয়ার পর দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুটি বাড়ি পরিদর্শন, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ইত্যাদি কাজ সমাপ্ত করেছে। এ বিষয়ে সিআইডি সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল জানান, আমরা ঘটনার পর থেকে আলামত সংগ্রহ করেছি। শনিবার পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করলাম। এখন আর কোন আলামত পাওয়া যায় কিনা সেটাও দেখা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের ভয়ে থাকার কোন কারণ নেই। এই মামলাও সুষ্ঠু ও সুন্দরভাবে তদন্ত করব। উল্লেখ্য, গত ১ এপ্রিল বড়হাটের জঙ্গী আস্তানা ও ৩০ মার্চ সদর উপজেলার নাসিরপুরে জঙ্গী আস্তানায় অভিযান শেষ হওয়ার পর নাসিরপুরে ৭ ও বড়হাটে ৩ জঙ্গী মারা যায়। ছাত্রী অপহরণ ॥ দম্পতিসহ গ্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৫ জুলাই ॥ বগুড়ার সান্তাহার সরকারী হার্ভে উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণের ঘটনায় থানা পুলিশ স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো সান্তাহার শহর সংলগ্ন বড় আখিড়া গ্রামের আব্দুর জব্বার, তার স্ত্রী লিলি বেগম ও সাদেক আলীর ছেলে শৈকত হোসেন। তাদের শনিবার দুপুরে বগুড়ার আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এ ব্যাপারে অপহৃতার পিতা বড় আখিড়া গ্রামের ফারুক হোসেন বাদী হয়ে অপহরণ ও অপহরণে সহযোগিতার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, বড় আখিড়া গ্রামের মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেনের মেয়ে স্কুলে যাতায়াতের সময় একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে রাজিব হোসেন প্রায়ই উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বুধবার রাজিবসহ অজ্ঞাত আরও ২-৩ জন অপহরণকারী ওই স্কুলছাত্রীকে জোর করে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়।
×