ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিভিন্ন দাবিতে ২৭ জুলাই বাম দলের সমাবেশ

প্রকাশিত: ০৫:১৫, ১৬ জুলাই ২০১৭

বিভিন্ন দাবিতে ২৭ জুলাই বাম দলের সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলাসহ বিভিন্ন দাবিতে আগামী ২৭ জুলাই রাজধানী ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিভিন্ন বাম রাজনৈতিক দল। শনিবার বিভিন্ন বাম দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার যৌথ সভায় দেশের বিদ্যমান পরিস্থিতিতে দুর্যোগ, সঙ্কট অবক্ষয় থেকে দেশকে মুক্ত করা জরুরী কর্তব্য হিসেবে বিবেচনা করে গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও লুটপাটতন্ত্র থেকে দেশকে বাঁচাতে মুক্তিযুদ্ধের ধারায় রাজনীতিতে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পল্টনের মণিসিংহ সড়কের মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ঐক্যবদ্ধ দাবিনামা ও কর্মসূচী চূড়ান্ত করতে খসড়া কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সরকারের অগণতান্ত্রিক-ফ্যাসিস্ট কর্মকা-, জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতসহ জনজীবনের সঙ্কট দূর করার দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় ঐক্যবদ্ধ সমাবেশ এর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আওয়ামী লীগ ও বিএনপি জোট এর দ্বি-দলীয় ধারার বিপরীতে বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার এই সংগ্রামে দেশের অপরাপর বাম প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তিবর্গকে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। সভায় বলা হয়, বাম শীক্তর এই আন্দোলনের ধারা কেবল সেøাগান নির্ভর হবে না। বিকল্প কর্মসূচী তুলে ধরে আমরা মানুষের কাছে হাজির হব। দেশে চলমান সাম্প্রদায়িকতা, গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্রের যে ধারা চলছে তার বিপরীতে বিকল্প শক্তি-সমাবেশ ও জনগণের ঐক্য গড়ে তুলব। সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার সভায় সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
×