ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ

প্রকাশিত: ০৫:১৪, ১৬ জুলাই ২০১৭

রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য যেসব সুযোগ-সুবিধা সৃষ্টি করেছেন তা বিতর্কিত করার জন্য একটি মহল আদাজল খেয়ে লেগেছে বলে অভিযোগ করেছেন সাধারণ মুক্তিযোদ্ধারা। এতে বর্তমান সরকার ও মুক্তিযুদ্ধের চেতনার সুনাম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তারা। শনিবার সকাল ১০টায় রাজধানীর মৎস্য ভবনের মোড়ে মুক্তিযোদ্ধাদের সেবামূলক প্রতিষ্ঠান ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের উদ্যোগে এক ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা দুর্নীতিবাজ মুক্তিযোদ্ধাদের শাস্তি দাবি করেন। সমাবেশের শুরুতে বিগত দিনে যে সকল বীর মুক্তিযোদ্ধা আত্মাহতি দিয়েছেন এবং সম্প্রতি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে একান্ত আগ্রহী এবং তা হবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেসব যুদ্ধকালীন কমান্ডাররা নেতৃত্ব দিয়েছেন তাদের মাধ্যমে। যারা জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সনদ গ্রহণ করে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে চায় তারা দেশ ও জাতির শত্রু।’ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর সরকারের গার্ড প্রদানকারী গার্ড কমান্ডার মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের সেবামূলক কাজে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্তিকরণের বিষয়ে জামুকার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নির্দেশিকা ও মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করতে হবে।
×