ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের জাতীয় ঐক্য প্রয়োজন ॥ মওদুদ

প্রকাশিত: ০৫:১৪, ১৬ জুলাই ২০১৭

সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের জাতীয় ঐক্য প্রয়োজন ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ দেশে এক ব্যক্তির শাসন চলছে অভিযোগ করে তার অবসানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘আদর্শ নাগরিক আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত ‘দেশে গুম-খুন-অপহরণ : শঙ্কিত নাগরিক সমাজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মওদুদ বলেন, ‘আমিই সবকিছু করব, আই এ্যাম দি স্টেট’ এই কর্তৃত্ববাদের আমরা অবসান চাই। সেটা করার একমাত্র উপায় হলো, জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমি বলব, এই কারণে একটা ন্যূনতম কর্মসূচীর ওপরে ভিত্তি করে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। এর মূল লক্ষ্য হবে দেশে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। এখানে পাঁচ দফা ১০ দফার তো দরকার নাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই এই এক দফা দাবিই যথেষ্ট। বর্তমান নির্বাচন কমিশনকে নিরপেক্ষ মনে করেন না মন্তব্য করে তিনি তবুও জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কমিশনের সংলাপে বিএনপি অংশ নেবে। জাসদ নেতা আ স ম আবদুর রবের বাসায় রাতের ঘরোয়া অনুষ্ঠানে পুলিশী বাধার সমালোচনা করে মওদুদ বলেন, সেখানে দেশের স্বনামধন্য অনেক নেতা উপস্থিত ছিলেন। সেখানে বসে তারা যা খুশি আলোচনা করতে পারেন, এটাতে আইনগত কোন বাধা নেই। সেখানে পুলিশ যাবে কেন? আমি তীব্র ভাষায় এর নিন্দা জানাই। ব্যারিস্টার মওদুদ বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একদফার ভিত্তিতে এগিয়ে যেতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমরা সমঝোতার কথা সবাই বলে আসছি। কিন্তু সরকার তো ক্ষমতাচ্যুত হতে চাইবেন না, কারণ তারা দুর্নীতির মাধ্যমে এত সম্পদের সম্ভার তৈরি করেছেন যে, তা হারিয়ে ফেলার ভয়ে আছে। তাই তাদের ওপর চাপ সৃষ্টি করতে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। আমাদের অনেকের ক্ষোভ-দুঃখ-বেদনা, অনেক অভিযোগ ও অনেক রকমের দ্বিমত থাকতে পারে কিন্তু একটা বিষয়ে আমরা আসুন একমত হই, দেশে গণতন্ত্রের চর্চা ফিরিয়ে আনি। আসুন দেশে গণতান্ত্রিক চর্চার সুরক্ষায় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারী কর্ম কমিশন এবং জাতীয় সংসদকে শক্তিশালী করতে জনগণের সঙ্গে চুক্তিপত্র করি। আয়োজক সংগঠনের সভাপতি সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেনÑ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপি নেতা মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ। গণআন্দোলনে সরকারকে সহায়ক সরকারের দাবি মানতে বাধ্য করা হবে -হাফিজ লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবেন বলে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণআন্দোলনের মাধ্যমে সরকারকে সহায়ক সরকারের দাবি মানতে বাধ্য করা হবে। শনিবার দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে মহিলা দল ঢাকা মহানগর উত্তরের মিরপুর ও আদাবর থানা শাখা আয়োজিত কর্মিসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাফিজ উদ্দিন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও দেড় বছর বাকি। সেই নির্বাচন কেমন হবে তার আলামত আমরা দেখছি। তবে বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নেবে না। কারণ, পৌরসভা, উপজেলা এবং ইউপি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তেমনিভাবে জাতীয় সংসদ নির্বাচনে ডিজিটাল পদ্ধতিতে কারচুপির সব রকমের ব্যবস্থা আওয়ামী লীগ করছে।
×