ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম

প্রকাশিত: ০৫:০৯, ১৬ জুলাই ২০১৭

চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলো হলো- বার্জার পেইন্ট বাংলাদেশ, মেরিকো বাংলাদেশ, ফেডারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক, জনতা ইন্স্যুরেন্সে এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বার্জার পেইন্ট বাংলাদেশ ॥ বিবিধ খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রবিবার সকাল ১০টায় ইন্টরন্যাশনাল কনভেনশন সেন্টার (পুষ্পকুঞ্জ, হল-২) বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ মার্চ ২০১৭ সমাপ্ত অর্থবছরে ৪২৫ শতাংশ চুড়ান্ত ক্যাশ ও ১৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদসহ মোট ৬০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। মেরিকো বাংলাদেশ ॥ ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সোমবার বিকেল ৪টায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, এয়ারপোর্ট রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ মার্চ ২০১৭ সমাপ্ত অর্থবছরে ৫০ শতাংশ চুড়ান্ত নগদ ও ৪৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদসহ মোট ৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ফেডারেল ইন্স্যুরেন্স ॥ বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সোমবার সাড়ে ১০টায় আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এনসিসি ব্যাংক ॥ ব্যাংকিং খাতের কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সোমবার জুলাই সকাল ১১টায় অফিসার্স ক্লাব, ২৬ বেলি রোড, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ॥ বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুলাই সকাল ১১টায় স্পেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদসহ মোট ১০ শতাংশ বোনাস ঘোষণা করেছে। জনতা ইন্স্যুরেন্সে ॥ বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুলাই সকাল ১১টায় বেনকাট হল অব বনানী ক্লাবে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
×