ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্লিয়ারিং কোম্পানি গঠনে ৫ সদস্যের কমিটি

প্রকাশিত: ০৫:০৯, ১৬ জুলাই ২০১৭

ক্লিয়ারিং কোম্পানি গঠনে ৫ সদস্যের কমিটি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্লিয়ারিং এ্যান্ড সেটেলমেন্ট) বিধিমালার আলোকে নতুন ক্লিয়ারিং এ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি গঠনের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট ‘সেন্ট্রাল কাউন্টার পার্টি (সিসিপি) ফরমেশন কমিটি’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ডরুমে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান নতুন কোম্পানি গঠন ও শেয়ার ধারণের কাঠামো, পরিচালনা পর্ষদ, অনুমোদিত মূলধন এবং কোম্পানির নিবন্ধিত কার্যালয়সহ অন্যান্য বিষয় উপস্থাপন করেন। বৈঠকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের উপস্থাপন করা বিষয়গুলোর ওপর আলোচনা শেষে বিধিমালার আলোকে সিসিপি গঠনের জন্য ৫ সদস্যবিশিষ্ট ‘সেন্ট্রাল কাউন্টার পার্টি (সিসিপি) ফরমেশন কমিটি’ গঠন করা হয়। এ কমিটির প্রধান করা হয় ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমকে। এছাড়া কমিটিতে ডিএসইর দুজন প্রতিনিধি, সিএসই ও সিডিবিএল থেকে একজন করে প্রতিনিধি এবং ব্যাংকগুলো থেকে একজন করে প্রতিনিধি রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক মোঃ শাকিল রিজভী, মোঃ হানিফ ভূইয়া, সিএসইর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন, সিএসইর পরিচালক মেজর (অব) এমদাদুল ইসলাম, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, সিডিবিএলর ভাইস চেয়ারম্যান একেএম নূরুল ফজল বুলবুল, ডিএসইর কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক ও হেড অব প্রোডাক্ট ও মার্কেট ডেভেলপমেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া।
×