ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ও সূচক বেড়েছে

প্রকাশিত: ০৫:০৮, ১৬ জুলাই ২০১৭

পুঁজিবাজারে লেনদেন ও সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৭ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ডিএসইর সব ধরনের সূচকও। শুধু তাই নয়, গত সপ্তাহে প্রধান বাজারের সূচকটি সর্বোচ্চ অবস্থানেও পৌঁছছে। এছাড়া গত সাড়ে চার মাসের সর্বোচ্চ লেনদেনের ঘটনাও ঘটেছে। জানা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে ৫ হাজার ৬৬৯ কোটি ১৪ লাখ ৮৭ হাজার ৮৩৯ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ২৯৫ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ১২৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এই হিসাবে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৭ দশমকি ০৫ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১ দশমিক ৪২ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৩৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৩৯ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৮৩ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে ৮৫ দশমিক শূন্য ২১ পয়েন্ট বা ১ দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ২৭ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৪৮ শতাংশ। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ২০ দশমিক ০২ পয়েন্টে বা ১ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৭টি কোম্পানির, দর কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কেয়া কসমেটিক, বেক্সিমকো, ফু-ওয়াং ফুড, গ্রামীণ ফোন, কনফিডেন্স মিল্ক, ইফাদ অটো, সাইফ পাওয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশন ও লঙ্কা বাংলা ফাইন্যান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ফু-ওয়াং ফুড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, সায়হাম কটন, প্রাইম ফাইন্যান্স, তুং হাই নিটিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, কেয়া কসমেটিক ও বিডি অটোকার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এইচআর টেক্সটাইল, পপুলার লাইফ, ডরিন পাওয়ার, ন্যাশনাল হাউজিং, রহিম টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিক, প্যারামাউন্ট টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল ও বিডি ওয়েল্ডিং।
×