ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে মোবাইল ও অর্থ ছিনতাই

প্রকাশিত: ০৭:৫৯, ১৫ জুলাই ২০১৭

রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে মোবাইল ও অর্থ ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচর ও ওয়ারীতে ছিনতাইকারীরা হামলা চালিয়ে তিনজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কামরাঙ্গী চরের ছাতা মসজিদ রোড দিয়ে রিক্সাযোগে যাচ্ছিলেন ব্যবসায়ী খোরশেদ আলম (৩০)। এ সময় ছাতা মসজিদের সামনে ৫ ছিনতাইকারী তার গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারী চাপাতি দিয়ে তাকে কুপিয়ে তার কাছে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। এদিকে বৃহস্পতিবার গভীররাতে কাজ শেষে সাব্বির হোসেন (১৮) ও মোঃ রাকিব (২০) ওয়ারীর স্বামীবাগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে রাজধানী সুপার মার্কেটের পেছনের স্বামীবাগের মিতালী গলিতে দুই ছিনতাইকারী তাদের পথরোধ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে রাত পৌনে দুটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। চিকিৎসকরা জানিয়েছেন, সাব্বিরের পেটের বামপাশে ২টি ও পিঠে ছুরিকাঘাত ও রাকিবের পিঠে ছুরিকাঘাত করা হয়েছে।
×