ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিএনডির জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে মানববন্ধন

প্রকাশিত: ০৭:৫০, ১৫ জুলাই ২০১৭

ডিএনডির জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ প্রবল বর্ষণের পানিতে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রজেক্ট অভ্যন্তরে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের গোদনাইলের বার্মা স্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে ডিএনডি’র পানিবন্দী মানুষ এ মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধনে বক্তব্য রাখেন-মোহাম্মদ নাসিম, লিটন, বাবু, পারভেজ আহাম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়া, মধ্যপাড়া, কলেজপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, কাশেমপাড়া নয়াপাড়া ও শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় গত এক মাস ধরে প্রবল বর্ষণের পানিতে নিচ্ ুএলাকার বাড়িঘর, রাস্তাঘাট পানিতে ডুবে আছে। ফলে এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছে। কিছুতেই এসব এলাকা থেকে জলাবদ্ধতা কমছে না। ফলে এখানকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় জলাবদ্ধতার শিকার লোকজন চর্ম ও এলার্জিসহ নানা রোগে আক্রান্ত হয়েছে। বক্তারা আরও বলেন, আমাদের মতো ডিএনডি’র কয়েক লাখ মানুষ গত এক মাস ধরে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। তারা অতিরিক্ত পাম্প বসিয়ে দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে এসব এলাকা থেকে জলাবদ্ধতা দূর করতে নাসিক মেয়রসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
×