ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুল শিক্ষার্থীদের চলচ্চিত্র দেখাবে সরকার

প্রকাশিত: ০৬:৫৩, ১৫ জুলাই ২০১৭

স্কুল শিক্ষার্থীদের চলচ্চিত্র দেখাবে সরকার

স্টাফ রিপোর্টার ॥ স্কুল শিক্ষার্থীদের চলচ্চিত্র দেখানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আলোচনার পর এ বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য একটি উপকমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিমিন হোসেন রিমি, সাইমুম সরওয়ার কমল ও সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) অংশ নেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে অতীতের মতো চলচ্চিত্রে দর্শক আকৃষ্ট ও চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে স্কুলের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাসে একদিন চলচ্চিত্র প্রদর্শন করার ওপর বিস্তারিত আলোচনা হয়। স্কুলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচী চালুর বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে স্থায়ী কমিটিতে রিপোর্ট প্রদান করবে। কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমলকে উপকমিটির আহ্বায়ক করা হলেও বাকি দুই সদস্যের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। বৈঠকে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের নীতিমালা যুগোপযোগী করে প্রণয়নের সুপারিশ করে কমিটি। বৈঠকে বাংলাদেশ বেতারে নতুন পদ কাঠামো তৈরি করে কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনের উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়।
×