ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজার থিয়েটার নাট্যোৎসবে নাট্যতীর্থের ‘দ্বীপ’

প্রকাশিত: ০৬:৫২, ১৫ জুলাই ২০১৭

কক্সবাজার থিয়েটার নাট্যোৎসবে নাট্যতীর্থের ‘দ্বীপ’

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। পর্যটন নগরীর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার থিয়েটার আয়োজন করছে কক্সবাজার থিয়েটার নাট্যোৎসব-২০১৭। নাট্যোৎসববের উদ্বোধনী দিন ২০ জুলাই বৃহস্পতিবার মঞ্চস্থ হবে ঢাকার নাট্যদল নাট্যতীর্থের অন্যতম দর্শকনন্দিত নাটক দ্বীপ। নাটকটি রচনা করেছেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা উৎপল দত্ত। নির্দেশনা দিয়েছেন নাট্যতীর্থ দলপ্রধান তপন হাফিজ। ৭ দিনের এই নাট্যোৎসবে নাট্যতীর্থ ছাড়াও ঢাকার অন্যতম নাট্যসংগঠন শব্দ নাট্যচর্চা কেন্দ্র, মহাকাল নাট্য সম্প্রদায়, চট্টগ্রামের অরিন্দম নাট্য সম্প্রদায়, নান্দিকার এবং আয়োজক কক্সবাজার থিয়েটার তাদের নাটক মঞ্চস্থ করবে। উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন মামুনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। নাট্যতীর্থের ‘দ্বীপ’ নাটকটি দেশে ও দেশের বাইরে বিভিন্ন উৎসবে মঞ্চস্থ হলেও এবারই প্রথম কক্সবাজারবাসীর সামনে মঞ্চস্থ হতে যাচ্ছে। কক্সবাজারে নাটকের ৮৭তম মঞ্চায়ন হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, এস এম সামসুর রহমান পেরু, মারুফ তমাল, মোনালিসা মোনা, সেলিম সোলায়মান এবং ইসমাইল আহমেদ অয়ন। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনা করেছেন ঠা-ু রায়হান, পোশাক পরিকল্পনা করেছেন কাজী শিলা এবং রূপসজ্জায় সুভাশীষ দত্ত তন্ময়। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় ‘কক্সবাজার থিয়েটার নাট্যোৎসব ২০১৭’ আয়োজন করা হচ্ছে।
×