ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘শর্মিলা ঠাকুর জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ কনসার্ট আজ

প্রকাশিত: ০৬:৫১, ১৫ জুলাই ২০১৭

‘শর্মিলা ঠাকুর জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ কনসার্ট আজ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শর্মিলা ঠাকুর জিৎ গাঙ্গুলী লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে পারফর্ম করবেন শর্মিলা ঠাকুর এবং সঙ্গীত পরিবেশন করবেন জিৎ গাঙ্গুলী। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ঢাকার এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । এতে উপস্থিত ছিলেনÑ অভিনেত্রী শর্মিলা ঠাকুর, গায়ক জিৎ গাঙ্গুলী, চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের সিইও অনন্যা রুমা, অনুষ্ঠানের উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও স্বাগতা। সংবাদ সম্মেলনে জানানো হয়, শর্মিলা ঠাকুর ও জিৎ গাঙ্গুলীর পাশাপাশি অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের মধ্যে তারিন, নিপুণ, চাঁদনী ও নাদিয়া নৃত্য পরিবেশন করবেন। বাংলাদেশী শিল্পীদের অংশটুকু উপস্থাপনা করবেন সিঁথি সাহা। গেট খোলা থাকবে বিকেল চারটা থেকে। অনুষ্ঠানে উপস্থাপনা প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, আমি বলিউডের নায়ক রাজেশ খান্নার ভীষণ ভক্ত। রাজেশ খান্নার বিপরীতে বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি তিনি। বাংলা ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। সব মিলিয়ে কেন যেন মনে হয় শর্মিলা ঠাকুর আমাদেরই একজন। আর আমি তারই সামনে তাকে তুলে ধরব এটা ভাবতেই আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমি আয়োজক কমিটির প্রতি ভীষণ কৃতজ্ঞ। সেই সঙ্গে আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য নিজেকে প্রস্তুতও করছি। স্বাগতা বলেন, অনন্যা রুমা আপুর প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রেখেছেন। কিছুটা ভয় তো কাজ করছেই, কারণ এত বড় মাপের একজন কিংবদন্তি নায়িকার সামনে উপস্থাপনা করতে হবে। বিষয়টি আমার জন্য চ্যালেঞ্জরও বটে। ছোটবেলা থেকেই শর্মিলা ঠাকুর অভিনীত অসংখ্য সিনেমা দেখেছি।
×