ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বার্সায় আলভেজের জায়গায় সেমেডো

প্রকাশিত: ০৬:৫০, ১৫ জুলাই ২০১৭

বার্সায় আলভেজের জায়গায় সেমেডো

স্পোর্টস রিপোর্টার ॥ দানি আলভেজ ছিলেন বার্সিলোনার রক্ষণভাগের অন্যতম সেরা তারকা। রাইট উইং দিয়ে দুর্দান্ত সব আক্রমণের পসরাও সাজাতেন। কিন্তু ব্রাজিলিয়ান এই তারকা ২০১৬ সালে ছেড়েছেন বার্সা। এরপর জুভেন্টাস হয়ে তিনি এখন ফরাসী ক্লাব পিএসজিতে। আলভেজের শূন্যস্থানটা এতদিনও পূরণ করতে পারেনি কাতালানরা। অবশেষে রক্ষণভাগের শক্তি বাড়াতে পর্তুগীজ ফুটবল ক্লাব বেনফিকা থেকে ডিফেন্ডার নেলসন সেমেডোকে দলে নিচ্ছে বার্সা। ক্লাবটির আশা আলভেজের অভাভবটা ভালভাবেই পূরণ করবেন তিনি। এর ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জাতীয় দল সতীর্থ সেমেডো এখন হয়ে গেলেন লিওনেল মেসির ক্লাব সতীর্থ। সেমেডোর সম্ভাব্য ট্রান্সফার ফি ধরা হয়েছে ৩৫ মিলিয়ন ইউরো। খুব শীঘ্রই সেমেডোর সাথে চুক্তি করবে বার্সিলোনা। বেনফিকা ক্লাবের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সম্পর্কিত সকল কার্যক্রম শেষ করার পর শুক্রবার সেমেডোর ডাক্তারী পরীক্ষাও সেরে ফেলেছে কাতালানরা। গত বছর আলভেজ দল ছেড়ে যাওয়ার পর থেকে রক্ষণদুর্গ নিয়ে চিন্তায় বার্সিলোনা। তাই রক্ষণদুর্গের শক্তি বাড়াতেই সেমেডোকে দলে নিচ্ছে বার্সা। সাম্প্রতিক সময়ে মাঠের পারফর্মেন্সে সবার নজরে আসেন সেমেডো। গেল বছর ঘরোয়া ফুটবল বেনফিকার ট্রেবল জয়ে দারুণ ভূমিকা রাখেন তিনি। ২০১৫ থেকে ২০১৭ মৌসুমে বেনফিকার হয়ে ৪৩ ম্যাচে ২ গোল করেছেন। আর ২০১৫ সালে প্রথম জাতীয় দলে সুযোগ পাওয়ার পর ৬ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী এই ডিফেল্ডার। বার্সায় আসা প্রসঙ্গে তিনি বলেন, আশা করছি সামনের দিনগুলো ভাল কাটবে। বার্সিলোনার মতো জনপ্রিয় দলে খেলতে মুখিয়ে আছি। আর্সেনালে অভিষেকেই গোল লেকাজেতের স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রস্তুতি অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও চীন সফর করছে ইংলিশ ক্লাব আর্সেনাল। অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে সহজ জয়ও পেয়েছে গানার্সরা। শুক্রবার স্বাগতিক সিডনির বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। সিডনির এএনজেড স্টেডিয়ামে কোচ আর্সেন ওয়েঙ্গারের দলের জয়ের নায়ক পার মার্টসেকার ও আলেকজান্ডার লেকাজেত। বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে অভিষেকের মাত্র ১৫ মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়ান আর্সেনালের নতুন এই ফরাসী ফুটবলার। সম্প্রতি ৫৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে উড়ে আসা লেকাজেত ম্যাচের ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। আর ৮৩ মিনিটে এ্যালেক্স ইওবির থ্রু ধরে দৃষ্টিনন্দন গোল আদায় করেন। এর আগে কিক অফের চতুর্থ মিনিটেই আর্সেনালকে এগিয়ে নেন দলটির জার্মান তারকা মার্টসেকার। ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ড্যানি ওয়েলব্যাক। কিন্তু পেনাল্টি থেকেও গোল আদায় করতে পারেননি ইংলিশ তারকা। এই ম্যাচে আর্সেনালের হয়ে শুরুর একাদশে ছিলেন পিটার চেক, পার মার্টসেকার, ড্যানি ওয়েলব্যাক, ক্রিশ্চিয়ান বিয়েলিক, জো উয়িলক, থিও ওয়ালকট, ফ্রান্সিস কোকুইলিন, রেইস নেলসন, কোহেন ব্রামল, সিদ কোলাসিনাক ও মেসুত ওজিল। পরে বদলি হিসেবে মাঠে নামেন নাচো মনরেল, মোহাম্মদ এল ন্যানি, অক্সালেট চেম্বারলিন, মেইদল্যান্ত নাইলস, গ্রানিত জাখা, আলেকজান্ডার লেকাজেত, এ্যালেক্স ইওবি ও অলিভিয়ের জিরুড। এই সফরে দলের সঙ্গে যাননি আর্সেনালের তারকা ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ। সেমিতেই আটকে গেলেন জহির স্পোর্টস রিপোর্টার ॥ স্বপ্নটা ডানা মেলেছিল। কিন্তু লাগাম টানতে হলো। সেমিফাইনালেই যে থামলেন জহির রায়হান। আইএএএফ ওয়ার্ল্ড অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ের ফাইনালে ওঠার স্বপ্ন অধরা রেখে বিদায় নিয়েছেন বাংলাদেশের সম্ভাবনাময় এই তরুণ এ্যাথলেট। কেনিয়ার নাইরোবিতে বৃহস্পতিবার সেমিতে দুই নম্বর হিটে আট প্রতিযোগীর মধ্যে পঞ্চম হন জহির। তিনি সময় নেন ৪৮.২২ সেকেন্ড। ফাইনালের টিকেট পাওয়া আট প্রতিযোগীর শেষজন তারচেয়ে ৪৬ সেকেন্ড কম সময় নিয়েছেন, অর্থাৎ তার লেগেছে ৪৭.৪৬ সেকেন্ড।
×