ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাতারে যুব দলের বিশেষ প্রস্তুতি শুরু

প্রকাশিত: ০৬:৫০, ১৫ জুলাই ২০১৭

কাতারে যুব দলের বিশেষ প্রস্তুতি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বকে সামনে রেখে শুক্রবার থেকে তিনদিনব্যাপী কাতারে বাংলাদেশ যুব দলের বিশেষ প্রস্তুতি শুরু হচ্ছে। এ প্রস্তুতি শেষ করেই লাল-সবুজের দল জর্দান হয়ে ফিলিস্তিন খেলতে যাবে। বাংলাদেশের সঙ্গে ‘ই’ গ্রুপে রয়েছে তিন শক্তিশালী প্রতিপক্ষ জর্দান, তাজিকিস্তান ও স্বাগতিক ফিলিস্তিন। আগামী ১৯ জুলাই থেকে এ আসর শুরু হবে। চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ভাল করার লক্ষ্যে বাফুফে যুব দলের জন্য বিদেশের মাটিতে দুটি প্রস্তুতিমূলক ম্যাচের ব্যবস্থা করলেও একটিতেও জয় পায়নি। ১১ জুলাই প্রথম প্রস্তুতি ম্যাচে কাঠমান্ডুতে বাংলাদেশ ০-১ গোলে স্বাগতিক নেপাল যুব দলের কাছে হারে। এরপর ১৩ জুলাই কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও স্বাগতিক কাতার যুব দলের কাছে ০-৩ গোলে হারে। জাতীয় দলের অস্ট্রেলীয় কোচ এ্যান্ড্রু অর্ড এখন ফিলিস্তিনে বাছাইপর্বে দলকে কতটা লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়। এবারের মৌসুমে পাঁচ এল ক্লাসিকো স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন মৌসুমে জম্পেশ লড়াই উপভোগ করার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। কেননা এবার পাঁচ পাঁচটি এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। এর মধ্যে চারদিনের ব্যবধানেই দুটি এল ক্লাসিকো উপভোগ করতে পারবেন ফুটবলভক্তরা। জোড়া এল ক্লাসিকো দিয়েই বার্সিলোনার নতুন কোচ আর্নেস্টে ভালভার্দের অভিষেক হচ্ছে। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে আগামী ১১ আগস্ট মুখোমুখি হবে রিয়াল-বার্সা। তিনদিন পর হবে ফিরতি লেগ। এই দুই ক্লাসিকোর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি প্রীতি ম্যাচেও মাঠে নামবে দুই স্প্যানিশ পরাশক্তি। যে ম্যাচটি চলতি মাসের শেষে অনুষ্ঠিত হবে। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় প্রথম লেগ হবে বার্সিলোনার ঘরের মাঠ ন্যুক্যাম্পে। এর তিনদিন পরই সান্টিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দু’দল। এই তিনটি ছাড়াও স্প্যানিশ লা লিগায় আরও দু’টি ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সা-রিয়াল। এবার এল ক্লাসিকোর আগে কিছুটা হলেও ক্লান্ত থাকবে রিয়াল খেলোয়াড়রা। কারণ এর মাত্র তিনদিন আগে উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে হবে রোনাল্ডো-রামোসদের।
×