ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৬:৫০, ১৫ জুলাই ২০১৭

টি২০ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ফরমেটেই বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন ধরেই অবস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ হিসেবে আছেন বিশ্বের অনেক তারকাই। এবার অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তার প্রতিপক্ষ হিসেবে এগিয়ে এসেছেন সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদও। আইসিসির সর্বশেষ ঘোষিত র‌্যাঙ্কিংয়ে টি২০ ক্রিকেটের অলরাউন্ডার তালিকায় এখন ৫ নম্বরে মাহমুদুল্লাহ। টি২০ বোলিং র‌্যাঙ্কিংয়েরও সেরা দশে দুই বাংলাদেশী। ৬ নম্বরে পেসার মুস্তাফিজুর রহমান এবং ৯ নম্বরে সাকিব। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সবেমাত্রই সিরিজ শেষ হয়েছে। এই সিরিজে একটিমাত্র টি২০ খেলেছে উভয় দল। এরপর র‌্যাঙ্কিং টেবিল রিভিউয়ে দেখা গেছে এখনও অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। তার রেটিং ৩৫৪। খুব কাছাকাছিই থাকা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ৩৪৪ রেটিং নিয়ে আছেন দুই নম্বরে। এরপর অবশ্য ব্যবধানটা অনেক- ২৭৫ রেটিং নিয়ে উইন্ডিজের মারলন স্যামুয়েলস ও আফগানিস্তানের মোহাম্মদ নবি আছেন যথাক্রমে ৩ ও ৪ নম্বরে। এরপরই মাহমুদুল্লাহ। রেটিংয়ে ব্যাপক উন্নতি ঘটা এ বাংলাদেশী ব্যাটিং অলরাউন্ডার এখন ৫ নম্বরে। তার রেটিং ২০৩। অবশ্য খুব কাছাকাছিই আছেন বাকিরা- ৬ নম্বরে হল্যান্ডের পিটার বোরেন (২০২), ৭ নম্বরে ভারতের যুবরাজ সিং (২০১), ৮ নম্বরে নিউজিল্যান্ডের কোরি এ্যান্ডারসন (২০০), ৯ নম্বরে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ (১৯৬) ও ১০ নম্বরে আয়ারল্যান্ডের পল স্টার্লিং (১৯৩)। টি২০ বোলিং র‌্যাঙ্কিংয়েও সেরা দশে দুই বাংলাদেশীর নাম। মুস্তাফিজ ৬৯৫ রেটিং নিয়ে ছয়ে এবং ৬৪৮ রেটিং নিয়ে নয়ে সাকিব। বোলিং র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের ইমাদ ওয়াসিম ৭৮০ রেটিং নিয়ে সবার ওপরে। টি২০ ব্যাটিংয়ে সেরা দশে কোন বাংলাদেশী না থাকলেও ১১ নম্বরে আছেন সাব্বির রহমান। তার রেটিং ৬২৭। কুষ্টিয়ায় আন্তর্জাতিক মানের সুইমিংপুল নির্মাণ স্পোর্টস রিপোর্টার ॥ আধুনিক সুযোগ-সুবিধাসহ কুষ্টিয়ায় নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানের সুইমিংপুল। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রায় ৯ কোটি টাকা খরচ করা হয়। ফেডারেশনের আশাÑ কুষ্টিয়া থেকে উঠে আসবে ভবিষ্যতের সাঁতারু। আশবাদী সাবেকরাও। নদীমাতৃক দেশ হলেও সাঁতারে বরাবরই পিছিয়ে বাংলাদেশ। হাতে গোনা কয়েকজন ছাড়া বিশ্বমানের সাঁতারু তৈরি করতে পারছে না ফেডারেশন। এখন পর্যন্ত সুইমিংপুলে বড় কোন সাফল্য দেখাতে পারেনি বাংলাদেশ। তবে আশার মুখ দেখছে কুষ্টিয়ার সাঁতারুরা। সবুরা-রুবেল রানাদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে। নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের সুইমিংপুল। পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকায় খুশি বর্তমানসহ সাবেক সাঁতারুরাও।
×