ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অরভিনের সেঞ্চুরিতে জিম্বাবুইয়ের দিন

প্রকাশিত: ০৬:৪৯, ১৫ জুলাই ২০১৭

অরভিনের সেঞ্চুরিতে জিম্বাবুইয়ের দিন

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রেইগ অরভিনের দুর্দান্ত সেঞ্চুরিতে কলম্বো টেস্টের প্রথমদিনটা নিজেদের করে নিয়েছে জিম্বাবুইয়ে। এক পর্যায়ে ১৫৪ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল, তবু দিনশেষে ৮ উইকেট হারিয়ে সফরারীদের সংগ্রহ ৩৪৪। যেখানে বড় কৃতিত্বটা ওই অরভিনের। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১৫১ রানে অপরাজিত বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান। ওয়ানডে সিরিজে হারের পর লঙ্কানরা যে চাপে রয়েছে একমাত্র টেস্টের শুরুতেই সেটি প্রমাণ হলো। নইলে এক অরভিনের কাছে এভাবে নাস্তানাবুদ হয় স্বাগতিকরা? অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ ৪ ও তরুণ অসেলা গুনারতেœ নিয়েছেন ২ উইকেট। এর মধ্য দিয়ে চতুর্থ শ্রীলঙ্কান হিসেবে দেশের মাটিতে আড়াই শ’ উইকেট শিকার করেন হেরাথা। আর এই ম্যাচ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় দিনেশ চান্দিমালের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুইয়ে। দলীয় ২৩ রানেই প্রথম উইকেটের পতন। এরপর ৩৮ রানে হ্যামিল্টন মাসাকাদজা (১৯) এবং মুসাকান্দাকে (৬) হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। উইকেট দুইটি তুলে নেন যথাক্রমে রঙ্গনা হেরাথ এবং লাহিরু কুমারা। ৭০ রানে চতুর্থ উইকেট পতনের পর দলের হাল ধরেন অরভিন এবং সিকান্দার রাজা। পঞ্চম উইকেট জুটিতে মূল্যবান ৮৪ রান যোগ করেন দু’জনে। রাজা আউট হন ৩৬ রান করে। এরপর আর দুটি বড় জুটি গড়ে ওঠে। সপ্তম উইকেটে ম্যালকম ওয়ালার-অরভিন ৬৫ এবং নবম উইকেটে মাত্র ১৬ ওভারে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন অরভিন ও ডোনাল্ড ত্রিপানো। সকালে টস জিতে ব্যাটিং বেছে নেন জিম্বাবুইয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার। কিন্তু ইনিংসের শুরুতে ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ৩৮ রানে তৃতীয় উইকেট খোয়ায় তারা। দ্রুতই একে একে সাজঘরে ফেরেন দুই ওপেনার রেগিস চাকাভা (১২), হ্যামিল্টন মাসাকাদজা (১৯) ও ওয়ানডাউন ব্যাটসম্যান তারিসাই মুসাকান্দা (৬)। অল্পতে উইকেট খোয়ান জিম্বাবুইয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলিয়ামসও (২২)। তবে চার নম্বেের ব্যাট হাতে প্রতিরোধ দেখান ক্রেইগ আরভিন। এর আগে সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে ম্যাচজয়ী ৬৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। জিম্বাবুইয়ের কাছে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর সব ফরমেট থেকে শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়ে দেন এ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব পান চান্দিমাল। সাময়িক কিংবা অন্তর্র্বর্তীকালীন সময়ের জন্য নয় ২৭ বছর বয়সী চান্দিমালকে স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। স্কোর ॥ জিম্বাবুইয়ে প্রথম ইনিংস ৩৪৪/৮ (৯০ ওভার; মাসাকাদজা ১৯, চাকাবভা ১২, মুসকান্দা ৬, অরভিন ১৫১*, উইলিয়ামস ২২, রাজা ৩৬, মুর ১৯, ওয়ালার ৩৬, ক্রেমার ১৩, ত্রিপানো ২৪*; হেরাথ ৪/১০৬, গুনারতেœ ২/২৪, কুমারা ১/৬৬)। ** প্রথমদিন শেষে
×