ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসি সর্বকালের সেরা’

‘ব্যালন ডি’অরে ফেবারিট রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৪৯, ১৫ জুলাই ২০১৭

‘ব্যালন ডি’অরে ফেবারিট রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৭ সালের ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড জয়ে চিরশত্রু ক্লাবের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই ফেবারিট বললেন বার্সিলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। তার মতে, এবারও মর্যাদার ট্রফিটি যাবে রিয়াল মাদ্রিদ তারকার শোকেসে। প্রিয় লিওনেল মেসির এবারও সম্ভাবনা না দেখলেও তাকে সর্বকালের সেরা ফুটবলার আখ্যা দিয়েছেন স্প্যানিশ তারকা। ২০১৬-১৭ মৌসুমটা দুর্দান্ত কেটেছে রোনাল্ডোর। এই মৌসুমে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সি আর সেভেন। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী মেসির ভা-ার শূন্যই বলতে হবে। বার্সিলোনার আর্জেন্টাইন তারকা জিতেছেন শুধু স্প্যানিশ কোপা ডেল রে। এসব কারণে পরবর্তী ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে স্পষ্টভাবেই রোনাল্ডো এগিয়ে বলে মনে করছেন পিকে। বার্সার এই তারকা কাতারে গিয়েছিলেন ক্লাবের নতুন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। সেখানেই নানা বিষয়ে কথা বলেন। পিকে বলেন, রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা এনে দিয়েছেন রোনাল্ডো। পুরো মৌসুম জুড়েই দারুণ খেলেছে সে। তাই ব্যালন ডি’অর জয়ে সেই ফেবারিট। তিনি বলেন, তার দুর্দান্ত পারফর্মেন্সে গেল মৌসুমে দু’টি বড় শিরোপা জিততে পেরেছে রিয়াল। তাই ব্যালন ডি’অর জিততে নিজের পথটা তৈরি করে রেখেছেন রোনাল্ডো। ২০১৬-১৭ মৌসুমে লা লিগায় ২৯ ম্যাচে ২৫ গোল করেছেন পর্তুগীজ অধিনায়ক। চ্যাম্পিয়ন্স লীগের ১৩ ম্যাচে তিনি গোল করেছেন ১২টি। লা লিগায় গোলাদাতাদের তালিকায় তৃতীয় হলেও চ্যাম্পিয়ন্স লীগে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন সি আর সেভেন। বার্সিলোনায় পিকের সতীর্থ মেসির পারফর্মেন্সও বেশ ভাল। লা লিগায় সর্বোচ্চ ৩৭ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর চ্যাম্পিয়ন্স লীগেও ১১ গোল করে দ্বিতীয় স্থানে। কিন্তু মেসির সব অর্জন মাটি হয়েছে দল লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ কোনটিই জিততে না পারায়। এ কারণে ব্যালন ডি’অর জয়ের তালিকাতে মেসির চেয়ে রোনাল্ডোকেই এগিয়ে রাখছেন পিকে। তার মতে মেসিও দারুণ খেলেছে। তবে মেসির চেয়ে কিছুটা এগিয়ে রোনাল্ডো। তারপরও ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা মেসির আছে। ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মেসি। পাশাপাশি অন্য আরও বেশকিছু দিক আছে। সাংবাদিকদের ভোটে গত বছরের ডিসেম্বরে চতুর্থবার ব্যালন ডি’অর খেতাব জেতেন রোনাল্ডো। সর্বোচ্চ পাঁচবার এ খেতাব জিতেছেন মেসি। এবার জিতলে চিরপ্রতিদ্বন্দ্বীকে ছুঁয়ে ফেলবেন পর্তুগীজ সুপারস্টার। উল্লেখ্য, ১৯৫৬ সাল থেকে শুরু হয় ব্যালন ডি’অর। আর ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার এ্যাওয়ার্ড চালু হয় ১৯৯১ সালে। এরপর ২০০৯ সাল পর্যন্ত দু’টি পুরস্কার আলাদাভাবে দেয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই দেখা যেত একই ব্যক্তির হাতে উঠছে দু’টি পুরস্কার। যে কারণে ২০১০ সাল থেকে এক চুক্তির মধ্য দিয়ে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা একীভূত করা হয়। সেই থেকে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে আসছিল ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন ও ফিফা। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে আবারও পুরস্কার দু’টি আলাদা হয়ে গেছে। রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ খেলেই জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, স্পেনের হয়ে আমি বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছি। দল হিসেবে আমরা ইতিহাস গড়েছি। আমি দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার চেষ্টা করব। আগামী বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে অবসর নেব। আমরা নতুন কোচ পেয়েছি। তিনি ভাল করছেন। আমাদের জন্য তিনি ভাল কিছু করতে সক্ষম হবেন বলে আশা করছি। ২০০৯ সালে স্পেন জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন পিকে। এরপর এখন পর্যন্ত ৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৫টি গোলও করেছেন এই ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে গৌরবময় শততম ম্যাচ খেলার মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি। অন্যদিকে ২০০৮ সালে বার্সিলোনায় যোগ দেয়ার পর ২৪৬ ম্যাচে ২১টি গোল করেন ৩০ বছর বয়সী পিকে।
×