ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এনএসসির ঘোষণার অপেক্ষায় বাহফে...

প্রকাশিত: ০৬:৪৮, ১৫ জুলাই ২০১৭

এনএসসির ঘোষণার অপেক্ষায় বাহফে...

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে জুনে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে কাউন্সিলরদের তালিকা তারা পাঠিয়েছেন অনেক আগেই। এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করেনি এনএসসি। এজন্য নির্বাচনের জন্য এখন ফেডারেশন অপেক্ষা করছে এনএসসির ঘোষণার জন্য। গত জুনে কমিটির মেয়াদ শেষ হলেও এ্যাডহক কমিটি না দিয়ে এই কমিটির মেয়াদেই নির্বাচনের অনুরোধ করেছিল বাহফে। তবে বাহফের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিল এনএসসি। নির্বাচনের জন্য যাবতীয় তথ্য এনএসসিতে দেয়া হয়েছে। ফলে এখন নির্বাচনের দায়িত্ব তাদের। এদিকে হকির নির্বাচন পরিচালনার জন্য পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নারায়ণ চন্দ্র দেবনাথকে প্রধান করে নির্বাচন কমিশনও গঠন করেছে এনএসসি। কিছুদিন আগে অবশ্য বাহফে জানিয়েছিল তারা নির্বাচন সংক্রান্ত সব তথ্যই এএনএসসিকে দিয়েছে। কিন্তু এনএসসি জানিয়েছিল তারা পূর্ণাঙ্গ ভোটার তালিকাই হাতে পায়নি। এবার অবশ্য তারা স্বীকার করেছে সব কাগজপত্র বুঝে পেয়েছে তারা। এনএসসির চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সায় দিলেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। হকিমোদীরা বলছেনÑ এশিয়া কাপের আগে হকির নির্বাচন দেশের হকির জন্য মঙ্গল বয়ে আনবে না। কেননা, দীর্ঘ ৩২ বছর পর ঘরের মাটিতে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে দু’ভাগে ভাগ হয়ে যাচ্ছেন হকির কর্তারা। তবে অনেক সাবেক হকি তারকা এবং কাউন্সিলর আবার ভিন্ন মত প্রকাশ করেছেন। তাদের মতেÑ নির্বাচন মাঠের খেলায় কোন প্রভাব বিস্তার করবে না। নির্বাচন কমিশনের প্রধান নারায়ণ চন্দ্র দেবনাথ অবশ্য জানান এশিয়া কাপের অনেক আগেই অনুষ্ঠিত হবে নির্বাচন, ‘আগস্টের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে তারজন্য কাগজপত্রের কি অবস্থা সেটা আগে দেখতে হবে। সবকিছু ঠিক থাকলে সিডিউল দেয়ার একমাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করা যাবে।’
×