ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জনপ্রিয় শিশুশিল্পীরা

প্রকাশিত: ০৬:০৪, ১৫ জুলাই ২০১৭

জনপ্রিয় শিশুশিল্পীরা

মীম নোশিন নাওয়াল খান জনপ্রিয় হয়ে উঠতে অভিনেতা-অভিনেত্রীদের কম পরিশ্রম করতে হয় না। দীর্ঘদিনের সাধনার পরেও অনেক তারকা পারিশ্রমিক পাওয়ার তালিকায় শীর্ষে আসতে পারেন না। কিন্তু অনেক শিশুশিল্পী অল্প বয়সেই ছাড়িয়ে গেছে বাঘা বাঘা তারকাদের। পারিশ্রমিক পাওয়ার দিক থেকে তারা এগিয়ে আছে অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের চেয়েও। চলুন জেনে নেয়া যাক বলিউড ও হলিউডের এমনই কয়েকজন শিশুশিল্পীর কথা- হার্শালি মালহোত্রা ‘বজরঙ্গি ভাইজান’ ছবি দিয়ে বলিউড কাঁপিয়ে অভিষিক্ত হওয়া এই ছোট্ট মেয়েটি এই চলচ্চিত্র থেকে আয় করেছিল ২ লাখ রুপি। অভিষিক্ত হয়েই প্রথম চলচ্চিত্র থেকে এত টাকা আয় করাটা সত্যিই চমকপ্রদ। দিয়া চালওয়াড দিয়া চালওয়াডের দৈনিক পারিশ্রমিক ২৫ হাজার রুপী। বিজ্ঞাপনের শুটিং এর জন্য তার পারিশ্রমিক ৫০ হাজার থেকে ৬০ হাজার রুপী। অব্রি এ্যান্ডারসন এই মিষ্টি ৭ বছর বয়সী তারকা এ্যাওয়ার্ডজয়ী টিভি শো ‘মডার্ন ফ্যামিলি‘-তে লিলি চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছে দর্শকের হৃদয়। সবচেয়ে কনিষ্ঠ শিল্পী হিসেবে অব্রি জিতে নিয়েছে ‘স্ক্রিন এ্যাক্টর’স গিল্ড এ্যাওয়ার্ড।’ এখনও মিডল স্কুলে না ওঠা অব্রির বর্তমানে আয় প্রায় ১ মিলিয়ন ডলার। সারা অর্জুন অভিনেতা রাজ অর্জুনের মেয়ে সারা অর্জুন তার চমৎকার অভিনয় দিয়ে মুগ্ধ করেছে দর্শককে। বলিউডে শিশুশিল্পীদের মধ্যে পারিশ্রমিকের দিক দিয়েও এগিয়ে আছে। রিকো রড্রিগেজ এই শিশুশিল্পীর অভিনয়ে আসার গল্পটা বেশ মজার। তার বোন রাইনি ডিজনি চ্যানেলের একজন অভিনেত্রী। মূলত বোনের সাফল্য দেখেই রিকোর অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। ১৬ বছর বয়সী এই তারকার আয় প্রায় ৪ মিলিয়ন ডলার। মিয়া ট্যালেরিকো বয়স এখনও ৭ বছর হয়নি, এরই মধ্যে সে প্রায় ২ মিলিয়ন ডলার পুরে ফেলেছে ঝুলিতে। ডিজনি চ্যানেলের ‘গুড লাক চার্লি’ শো-তে অভিনয় করে সে অনেকেরই প্রিয়মুখ। দার্শিল কুমার এই শিশুশিল্পীর দৈনিক আয় ৩০ হাজার টাকা। ‘তারে জমিন পার’ ছবিতে আমির খানের সঙ্গে চমৎকার অভিনয় করেন দার্শিল। এ ছাড়া ‘ঢিসুম,’ ‘প্রেম রতন ধন পায়ো’ ও ‘ব্রাদার’ ছবিতে অভিনয় করেছে।
×