ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উইপোকা

ফারুক হোসেনের ছড়া

প্রকাশিত: ০৬:০৪, ১৫ জুলাই ২০১৭

ফারুক হোসেনের ছড়া

উইপোকাদের দেশ দেশ মানে উই ডিবি, তাতে আছে সামাজিক পরিবেশ। উইদের আছে রাজা, রাজার জন্য যা যা- প্রয়োজন তাও আছে, রানী আছে তার কাছে, শ্রমিক, সৈন্য দল রাজার ক্ষমতা বল। উইপোকা পরজীবী, গাছপালা কেটে বইখাতা ছেঁটে বানায় গোপন ডিবি। ডিবিটা তাদের দেশ, সেখানেই ওরা থাকে আনন্দে হাসিখুশি জম্পেস। ** উরচুঙ্গা পাকা ধানের পাতা, পাতার কিনার সব খেয়ে সে করল ঝাঁঝরা যা তা। দাঁতপাটি তার শক্ত এবং তাতে ধার, গাছের কচি পাতা খেয়ে পেটের ভেতর পার। এই পোকা উরচুঙ্গা আজ তাকে মার দুঙ্গা। ** ঝিঁঝি পোকা জোসনা রাতে, উঠোন কোনে ডাকছে পোকা ঝিঁঝি, ঝিঁঝি পোকার গানের সুরে সন্ধ্যা রাতে ভিজি। কেউ জানে না কোথায় বসে গাইছে ঝিঁঝি গান, পাতার ফাঁকে মাটির গর্তে লুকিয়ে নিজের প্রাণ। প্রচারবিমুখ পোকা, নিজকে শুধু লুকিয়ে রাখে ঝিঁঝি বড্ডো বোকা। ** ফড়িং ইয়াবড় মাথা, পাখিদের মত উড়ে চলে এ পতঙ্গ, চোখে তার বহুদৃষ্টি প্রখর ড্রাগনের মত অঙ্গ। পাখা আছে এক হালি স্বচ্ছ, শক্তিশালী ছয়খানা পা ও লম্বা শরীর উড়োজাহাজের তুল্য, খায় পিপিলিকা মশা মাছি এরাÑ তার কাছে মহামূল্য। ** প্রজাপতি প্রজাপতি মানে এক ধরনের কীট, নানাভাবে আঁকা, গায়ে রং মাখা, সেজে থাকে খুব নীট। প্রজাপতি হলো সেই প্রজাতির পুরোপুরি দিবাচর, সব্বাই তাকে ভালোবাসে খুব তার নেই কেউ পর। প্রজাপতি তার প্রয়োজন মধু তাই প্রয়োজন ফুল, বাগানে বাগানে মধুর জন্য প্রজাপতি মশগুল। ** পামরি পোকা ধানের ক্ষেতে ডুবিয়ে মাথা, খাচ্ছে কামড়ে সবুজ পাতা, আস্তে ধীরে কুঁড়ে কুঁড়ে, পাতায় ছোট গর্ত খুঁড়ে, এই পোকা একরোখা, ধান ফসলের ক্ষতিকারক পামরি নামের পোকা। পামরি পোকার প্রাণ ধ্বংস করে ধান।
×