ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোল ফুডসকে কিনছে এ্যামাজন

প্রকাশিত: ০৬:০১, ১৫ জুলাই ২০১৭

হোল ফুডসকে কিনছে এ্যামাজন

ই-কমার্স জায়ান্টটির পক্ষ থেকে বলা হয়, তারা প্রতি শেয়ার ৪২ ডলার দামে পুরো নগদ অর্থে প্রতিষ্ঠানটিকে কিনে নিচ্ছে। এ হিসাবে হোল ফুডসের দাম হচ্ছে ১৩৭০ কোটি ডলার, বলেছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার। এই চুক্তির ঘোষণা দেয়ার আগে হোল ফুডসের প্রতিশেয়ার মূল্য ছিল ৩৩.০৬ ডলার। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত হিসাবে এ্যামাজন প্রতিষ্ঠানটির প্রতিশেয়ার মূল্যে ২৭ শতাংশ প্রিমিয়াম দিচ্ছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ্যামাজন প্রধান জেফ বেজোস বলেন, ‘সবচেয়ে ভাল প্রাকৃতিক ও জৈব খাদ্য সরবরাহ আর স্বাস্থ্যকর খাদ্য সহজ করার কারণে লাখ লাখ মানুষ হোল ফুডস মার্কেটকে ভালবাসেন। প্রায় চার দশক ধরে হোল ফুডস মার্কেট-এর পুষ্টিকর, সন্তোষজনক ও আনন্দিত গ্রাহক রয়েছে- তারা চমৎকার কাজ করছে, আর আমরা এটি অব্যাহত রাখতে চাই।’ এটি এ্যামাজনের সবচেয়ে বড় ক্রয়চুক্তি। এর আগে প্রতিষ্ঠানটি ২০১৪ সালে টুইচকে ৯৭ কোটি ডলার ও ২০০৯ সালে জাপোসকে ৮৫ কোটি ডলারের বিনিময়ে কিনেছিল। হোল ফুডস প্রধান জন ম্যাকে বলেন, ‘এই চুক্তি হোল ফুডস মার্কেটের শেয়ারধারীদের শেয়ার মূল্য সর্বোচ্চ করার একটি সুযোগ।’ হোল ফুডসের বর্তমান নামেই পরিচালিত হবে আর ম্যাকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে থাকছেন। হোল ফুডসের নয় শতাংশ শেয়ার কিনে নেয়ার পর বিনিয়োগ প্রতিষ্ঠান জানা পার্টনারস প্রতিষ্ঠানটিকে বিক্রি করে দেয়াসহ বিভিন্ন কৌশলগত পদক্ষেপ নেয়ার চেষ্টা চালায়। এ নিয়ে বুধবার প্রকাশিত এক সাক্ষাতকারে ম্যাকে জানা পার্টনারসকে ‘লোভী জারজ’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘এই লোকগুলো শুধু আমাদের বিক্রি করে দিতে চায়, কারণ তারা মনে করে তারা খুব অল্প সময়ে ৪০ থেকে ৫০ শতাংশ লাভ করে নিতে পারবে। তারা লোভী জারজ, আর তারা বিভিন্ন প্রজ্ঞাপন দিচ্ছে, আমার মর্যাদা ও হোল ফুডসের মর্যাদা ধ্বংসের চেষ্টা করছে, কারণ এটি করাই তাদের আগ্রহ।’ বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস ও ব্যাংক অব আমেরিকা মেরিল লিঞ্চের দেয়া ঋণে এই এই চুক্তির আংশিক তহবিল যোগানো হবে, বলা হয়েছে এ্যামাজনের পক্ষ থেকে। এ নিয়ে এখনও সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। যদি হোল ফুডসের পরিচালনা পর্ষদ এই চুক্তি থেকে বের হয়ে আসতে চায় বা যদি আরও ভাল প্রস্তাব পেয়ে সরে আসে তবে তারা এ্যামাজনকে চুক্তি না করার জন্য ৪০ কোটি ডলার দেবে। এই ক্রয়ের খবর প্রকাশিত হওয়ার পর, এ্যামাজনের প্রতি শেয়ারমূল্য সাড়ে তিন শতাংশ বেড়ে ৯৯৭.৬৭ ডলারে গিয়ে ঠেকে। আইটি ডটকম ডেস্ক
×