ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তীব্র স্রোতে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ জুলাই ২০১৭

তীব্র স্রোতে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শুক্রবার সকাল থেকেই যানবাহনের চাপ বেশি। কিন্তু ফেরি স্বাভিবক চলতে না পারায় পারাপারের অপেক্ষায় থাকা যান বাহনের লাইন বাড়ছে। বিআইডব্লিউটিসি এ জি এম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান, সহ্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক চলাচল করতে পারছে না। আর যেগুলো চলছে অপেক্ষাকৃত সময় বেশি লাগছে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, এ রুটে চলাচলকারী ফেরিগুলো অনেক পুরনো। ইঞ্জিনের ক্ষমতা যথাযথ নেই। তাই স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে পারছে না। তীব্র স্রোতের কারণে নৌরুটটির লৌহজং টার্নিং পয়েন্টে ফেরিগুলো আটকে যাচ্ছে। নতুন চ্যানেল দিয়ে চলতে গিয়ে পথ বেড়েছে ২ কিলোমিটার। হুমকির মুখে বাঁধ ॥ আতঙ্কে ২০ গ্রামের মানুষ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৪ জুলাই ॥ প্রবল বন্যায় ভাঙ্গনের ফলে হুমকির মুখে পড়েছে দেলদুয়ার উপজেলার এলাসিন-লাউহাটী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছকুমুল্লী অংশ। প্রায় ২শ’ ফুট বাঁধ ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ধলেশ্বরী নদীতীরে প্রবল ¯্রােত ও ঢেউয়ের কারণে বাঁধের অধিকাংশ স্থান ভেঙ্গে নদীগর্ভে চলে গেছে। দ্রুত মেরামত না করা হলে বাকি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের। এলাকাবাসী জানান, বাঁধটি ভেঙ্গে গেলে পাশে বিলের সঙ্গে মিশে যাবে। ফলে দেলদুয়ার উপজেলার এলাসিন, ফাজিলহাটী ও লাউহাটী ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হবে। এছাড়া এ বাঁধের ওপর তৈরি সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সঙ্গে সড়কটি সংযুক্ত হওয়ায় টাঙ্গাইলের নাগরপুর, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জনগণ এ সড়ক দিয়ে যাতায়াত করে। ডিগ্রী পরীক্ষা শুরু আজ, মাস্টার্স রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা আজ শনিবার এবং কাল রবিবার হতে ২০১৫ সালের মাস্টার্স প্রথম পর্ব ও ২০১৪ সালের মাস্টার্স শেষ পর্ব (বিশেষ) পরীক্ষা শুরু হবে। সব পরীক্ষার বিস্তারিত সময়সূচী এবং কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িহঁ.বফঁ.নফ) পাওয়া যাবে। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ প্রবল বর্ষণের পানিতে ঢাকা-নারায়ণগঞ্জ- ডেমরা (ডিএনডি) প্রজেক্ট অভ্যন্তরে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের গোদনাইলের বার্মাস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে ডিএনডি’র পানিবন্দী মানুষ এ মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিশিল বের করে। মানববন্ধনে বক্তব্য রাখেন- মোহাম্মদ নাসিম, লিটন, বাবু, পারভেজ আহাম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ আলুটিলা ট্র্যাজেডিতে নিহত ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে ট্র্যাজেডিতে নিহত ও আহতদের চিকিৎসা, পুনর্বাসনে ও মানবতায় এগিয়ে আসাদের নিয়ে এক সভার মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তহবিল সংগ্রহ কমিটির সভাপতি চাইথো অং মারমা সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ডাঃ নয়ন ময় ত্রিপুরা, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্রাগো মারমা প্রমুখ ।
×